গত ১৫ জুলাই ২০২৩ শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজী মহারাজের জন্মতিথিতে মুবত্তুপুঝা উপকেন্দ্রে সংস্কারের পর প্রার্থনাগৃহ ও সাধুনিবাসের

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম, কালাডি : গত ১৫ জুলাই ২০২৩ শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজী মহারাজের জন্মতিথিতে মুবত্তুপুঝা উপকেন্দ্রে সংস্কারের পর প্রার্থনাগৃহ ও সাধুনিবাসের দ্বারোদ্ঘাটন করা হয়। রামকৃষ্ণ মিশন আশ্রম, সরিষা : গত ১৯ জুলাই ২০২৩ বালিকা বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক বিভাগ ও একটি ‘স্টেম ল্যাবরেটারি’র উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন, সাহুডাঙ্গি : গত ২০ জুলাই ২০২৩ ‘প্রেমানন্দ ভবন’ (অতিথিনিবাস) এবং ‘তুরীয়ানন্দ ভবন’ (ছাত্রাবাস)-এর দ্বিতীয় তলের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, বৃন্দাবন : গত ২৬ জুলাই ২০২৩ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথ পেট-সিটি স্ক্যান ফেসিলিটির উদ্বোধন করেন। রামকৃষ্ণ মঠ, নাওরা : গত ২৯ জুলাই ২০২৩ স্বামী সুবীরানন্দজী মহারাজ গ্রন্থাগার ও পুস্তক বিপণীর জন্য নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন এবং সাংসদ মাননীয়া প্রতিমা মণ্ডল রন্ধনশালার উদ্বোধন করেন। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ আশ্রম, রায়পুর : গত ১৩ অগস্ট ২০২৩ স্বামী সুবীরানন্দজী মহারাজ ‘বিবেকানন্দ স্টাডি সেন্টার’-এর উদ্বোধন করেন এবং ৫০০ ছাত্রছাত্রী ও ভক্তের উপস্থিতিতে ভাষণ প্রদান করেন। রামকৃষ্ণ মঠ, চেন্নাই : গত ২৩ অগস্ট ২০২৩ মেয়ুরে অবস্থিত গ্রামীণ উন্নয়নকেেন্দ্র নবনির্মিত দুটি বাড়ির দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। ছাত্রকৃতিত্ব রামকৃষ্ণ মিশন আশ্রম, ঝাড়গ্রাম : গত ৩০ জুলাই ২০২৩ আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় আশ্রম বিদ্যালয়ের তিনজন উপজাতি বালিকা তৃতীয় স্থান অধিকার করে। গত ৯ অগস্ট আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে এক অনুষ্ঠানে তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। এই বছর উচ্চমাধ্যমিক পরী‌ক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য এই বিদ্যালয়ের দুজন শি‌ক্ষার্থীকে মাননীয়া মুখ্যমন্ত্রী অভিনন্দন জানান। রামকৃষ্ণ মিশন, কাডাপা : এই কেন্দ্রের বিদ্যালয়ের এক ছাত্রী নিউ দিল্লির ‘সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন’ আয়োজিত ‘International Mathe-matics Olympiad’-এ প্রথম স্থান অধিকার করেছে। পুরস্কারস্বরূপ তাকে একটি স্বর্ণপদক ও শংসাপত্র প্রদান করা হয়। রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠান, কলকাতা : ‘বিবেকানন্দ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স’-এর তিনজন স্নাতকোত্তর চিকিৎসাবিজ্ঞানের...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in