রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, বেলুড় : গত ৪ জুলাই ২০২৩ ইনস্টিটিউটের বার্ষিক

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, বেলুড় : গত ৪ জুলাই ২০২৩ ইনস্টিটিউটের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে বেলুড়ের প্রধান ক্যাম্পাস ও নরেন্দ্রপুরের অফ-ক্যাম্পাসের ২৬৪ জন শি‌ক্ষার্থীকে ডিগ্রি ও ডিপ্লোমা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে ভাষণ প্রদান করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ, সাধারণ সম্পাদক ও ই‌নস্টিটিউটের আচার্য স্বামী সুবীরানন্দজী মহারাজ এবং মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ডিরেক্টর প্রফেসর ভি. কামকোটি। রামকৃষ্ণ মিশন আশ্রম, মোরাবাদি, রাঁচি : গত ৮—১০ জুলাই ২০২৩ আশ্রমের দিব্যায়ন কৃষিবিজ্ঞান কেন্দ্রে পাটনার ICAR—ATARI (Indian Council of Agricultural Research—Agricultural Technology Application and Research Institute)-এর তত্ত্বাবধানে কৃষিবিজ্ঞান কেন্দ্রসমূহের (KVKS) জোনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বিহার ও ঝাড়খণ্ডের ৬৮টি কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রায় ২০০ বিজ্ঞানী, আধিকািরক ও অন্যান্য ব্যক্তি এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। রামকৃষ্ণ মিশন, বিবেকনগর, আগরতলা : গত ২৬-২৭ জুলাই ২০২৩ সি.বি.এস.ই.-র সহযোগিতায় আশ্রমে ‘National Education Policy and Life Skill Summit’ শীর্ষক ‘Northeast Region State Level Conference’ অনুষ্ঠিত হয়। এই দুদিনের ২৪টি অধিবেশনে সি.বি.এস.ই.-র চেয়ারপার্সন ছাড়াও অসম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড ও মিজোরামের শি‌ক্ষাদপ্তরের আধিকারিকগণ এবং ত্রিপুরার সি.বি.এস.ই.-র অনুমোদিত বিদ্যালয়গুলির ১৯২জন অধ্যক্ষ, ৩০৮জন শি‌ক্ষক ও ১২০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। রামকৃষ্ণ মঠ, রাজারহাট-বিষ্ণুপুর : গত ৩১ অগস্ট ২০২৩ শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজের পুণ্য জন্মতিথিতে তাঁর জন্মস্থানে নবনির্মিত শ্রীরামকৃষ্ণ-মন্দির উৎসর্গ করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ। এই উপল‌ক্ষে বিশেষ পূজা, জনসভা, ভক্তিগীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২৭৫জন সন্ন্যাসী ও ব্রহ্মচারি-সহ প্রায় ৭০০০ ভক্ত উপস্থিত ছিলেন। নতুন মঠকেন্দ্র স্থাপন : বিখ্যাত তীর্থ অমরকণ্টকে রামকৃষ্ণ মঠের একটি নতুন শাখাকেন্দ্র স্থাপন করা হয়েছে। ঐ কেন্দ্রের ঠিকানা : Ramakrishna Math, Mohalla Bandha, Kapildhara Road, P.O. Amarkantak, Dist. Anuppur, Madhya Pradesh 484886; Phone no. 8001660953, email : amarkantak@rkmm.org গত ৩১ অগস্ট ২০২৩ শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজের পুণ্য জন্মতিথিতে অযোধ্যার নিকটে সম্প্রতি একটি প্রার্থনাক‌ক্ষ, সাধুনিবাস ও কার্যালয়-সহ নবনির্মিত আশ্রমভবনের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in