গত ২০ এপ্রিল ও ৫ মে ২০২৩ যথাক্রমে কুণ্ডলা আদিবাসী উন্নয়নকেন্দ্রে চিকিৎসা ভবন এবং আশ্রমের মূল প্রাঙ্গণে ইন্ডোর স্টেডিয়ামের দ্বারোদ্ঘাটন করা হয়।

উৎসব-অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন আশ্রম, নারায়ণপুর : গত ২০ এপ্রিল ও ৫ মে ২০২৩ যথাক্রমে কুণ্ডলা আদিবাসী উন্নয়নকেন্দ্রে চিকিৎসা ভবন এবং আশ্রমের মূল প্রাঙ্গণে ইন্ডোর স্টেডিয়ামের দ্বারোদ্ঘাটন করা হয়। গত ১৪ জুন কুটুল আদিবাসী উন্নয়নকেন্দ্রে মিড্‌ল স্কুলের জন্য নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটিত হয়। রামকৃষ্ণ মঠ, কাঞ্চিপুরম : গত ১ মে ২০২৩ একটি চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করা হয়। রামকৃষ্ণ মঠ, কুইল্যান্ডি : গত ৫ মে ২০২৩ শ্রীরামকৃষ্ণ-মন্দিরের বহুল সংস্কারের পর দ্বারোদ্ঘাটন করা হয়। এই অনুষ্ঠানে ৪০ জন সন্ন্যাসী ও ব্রহ্মচারী এবং ৬০০ ভক্ত যোগদান করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বিবেকনগর (আগরতলা) : গত ১০ ও ২৩ মে ২০২৩ যথাক্রমে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় অপরেশকুমার সিংহ এবং সামাজিক সুর‌ক্ষা ও অধিকার বিষয়ক রাষ্ট্রমন্ত্রী মাননীয়া প্রতিমা ভৌমিক আশ্রম পরিদর্শন করেন। রামকৃষ্ণ মঠ, মেখলিগঞ্জ : গত ২৩ মে ২০২৩ নবনির্মিত সাধুনিবাসের দ্বারোদ্ঘাটন করা হয়। রামকৃষ্ণ কুটির, আলমোড়া : গত ২৪ মে ২০২৩ নবনির্মিত ভোজনালয়ের দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ। অদ্বৈত আশ্রম, মায়াবতী : গত ২৬ মে ২০২৩ উত্তরাখণ্ডের রাজ্যপাল মাননীয় গুরমিত সিং আশ্রম পরিদর্শন করেন। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটি, জামশেদপুর : গত ২১ জুন ২০২৩ নবনির্মিত সাধুনিবাস ‘শ্রীমা সারদাদেবী ভবন’-এর দ্বারোদ্ঘাটন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ। বিশ্বপরিবেশ দিবস পালন : গত ৫ জুন ২০২৩ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জলপাইগুড়ি, লখনৌ, নবদ্বীপ, নরোত্তম নগর, রঁাচি মোরাবাদি ও থাঞ্জাভুর কেন্দ্র বিশ্বপরিবেশ দিবস পালন করেছে। আন্তর্দেশীয় যোগ দিবস পালন : গত ২১ জুন ২০২৩ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চেনগাম, চেন্নাই মঠ, চেন্নাই বিদ্যাপীঠ, হালাসুরু, হাটমুনিগুড়া, জম্মু, কাডাপা, কালাডি, করিমগঞ্জ, লখনৌ, মাদুরাই, নাওরা, নারায়ণপুর, পোন্নামপেট, পোর্ট ব্লেয়ার, রঁাচি মোরাবাদি, RKMVERI, সেবাপ্রতিষ্ঠান, থাঞ্জাভুর ও বিশাখাপত্তনম কেন্দ্র আন্তর্দেশীয় যোগদিবস পালন করেছে। মূল্যবোধ শি‌ক্ষা ও যুব অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন, জম্মু : গত ৩০ মে ২০২৩ অনুষ্ঠিত যুবসম্মেলনে বিভিন্ন মহাবিদ্যালয়ের ২০০ ছাত্র অংশগ্রহণ করে। রামকৃষ্ণ মঠ, থাঞ্জাভুর : গত ৩০ মে ২০২৩...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in