সূর্যোদয়ের সাথে সাথে যেমন সূচনা হয় নতুন
সূর্যোদয়ের সাথে সাথে যেমন সূচনা হয় নতুন দিনের, তেমনি নবযুগের সূচনা হয় ভগবান নরশরীরে আবির্ভূত হলে। তারপর তাঁর লীলাসহায়ক পার্ষদগণ তাঁর কাছে একত্রিত হতে থাকে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও তাই দেখা যায়। ত্যাগী-গৃহী, নারী-পুরুষ, ধনী-দরিদ্র অনেকে তাঁর লীলাসঙ্গী—ঠাকুরের ভাষায় ‘কলমীর দল’। ১৮৮০ সালের কথা। তখনো যুগধর্মপ্রবর্তক শ্রীরামকৃষ্ণকে অনেকেই চেনেন না। একদিন দক্ষিণেশ্বরে তেজস্বী, বছর ত্রিশের সুঠাম দেহধারী গৌরবর্ণের এক যুবক শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হলেন। তাঁর সঙ্গে পূর্বপরিচিত ভক্ত রামচন্দ্র দত্ত ও মনোমোহন মিত্র রয়েছেন। হতাশাগ্রস্ত দিগ্ভ্রান্ত যুবকের সাধুসন্তে বিন্দুমাত্র বিশ্বাস নেই। তাই আত্মাভিমানী ও পুরুষকারে বিশ্বাসী যুবকটি শ্রীরামকৃষ্ণের কাছে এসে প্রণাম না করে আসনে বসে পড়লেন। একটু পরে শ্রীরামকৃষ্ণের কথা শুনে সে-যুবক এতই মুগ্ধ যে, এরপর থেকে প্রতি রবিবার দক্ষিণেশ্বরে আসতে শুরু করেন। সেই যুবক হলেন শ্রীরামকৃষ্ণের অন্যতম রসদদার সুরেন্দ্রনাথ মিত্র। স্বামী চেতনানন্দ তাঁর They Lived With God গ্রন্থে জানিয়েছেন, সুরেন্দ্রনাথ মিত্র সম্ভবত ১৮৫০ সালে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে এবছর তাঁর জন্মের ১৭৫ বছর। রামকৃষ্ণ সংঘে তাঁর অবদান সম্পর্কে কথামৃতকার শ্রীম লিখেছেন : “ধন্য সুরেন্দ্র! এই প্রথম মঠ তোমারি হাতে গড়া! তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল! তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার মূলমন্ত্র কামিনী-কাঞ্চনত্যাগ মূর্তিমান করিলেন। কৌমারবৈরাগ্যবান শুদ্ধাত্মা নরেন্দ্রাদি ভক্তের দ্বারা আবার সনাতন হিন্দু ধর্মকে জীবের সম্মুখে প্রকাশ করিলেন। ভাই, তোমার ঋণ কে ভুলিবে? মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন—তোমার অপেক্ষা করিতেন, তুমি কখন আসিবে। আজ বাড়ি-ভাড়া দিতে সব টাকা গিয়াছে—আজ খাবার কিছু নাই—কখন তুমি আসিবে—আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে! তোমার অকৃত্রিম স্নেহ স্মরণ করিলে কে না অশ্রুবারি বিসর্জন করিবে।”১ অন্য দশজন নব্যযুবকের মতো সুরেন্দ্রনাথ মিত্রেরও ধর্মে আস্থা ছিল না। তিনি নিজ বুদ্ধি-বিবেচনায় অতিমাত্র বিশ্বাসী হয়েও জীবনসমস্যা সমাধানে ব্যর্থ হয়ে একসময় আত্মহত্যা করবেন বলে স্থির করেছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে এসে পেলেন নতুন পথের সন্ধান। তিনি নিজে শুধু শ্রীরামকৃষ্ণ-চিন্তায় বিভোর থাকতেন তা নয়, যে-অমৃতের সন্ধান নিজে পেয়েছিলেন তা অন্যদের মধ্যেও বিতরণ করতেন।...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
