আমরা এক অদ্ভুত এবং অকল্পনীয় বিবর্তনের মধ্যে আছি, যা নজিরবিহীন। ইন্টারনেট-মোবাইল-ডিজিটাল-এর ত্রয়ী সম্মেলনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে

আমরা এক অদ্ভুত এবং অকল্পনীয় বিবর্তনের মধ্যে আছি, যা নজিরবিহীন। ইন্টারনেট-মোবাইল-ডিজিটাল-এর ত্রয়ী সম্মেলনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে সাধারণ মানুষের জীবনে, তার প্রভাব বোধ করা ও ভোগ করা সম্ভব হলেও তার যথাযথ মূল্যায়ন ও বিশ্লেষণ বর্তমানে সম্ভব কি না সেই বিষয়ে সন্দেহ আছে। যা দুরন্ত এর গতি-প্রকৃতি এবং যা বিশ্বময় এর ব্যাপ্তি—মতবাদ গঠনের আগেই সব পিছলে ও পালটে যাচ্ছে। তাই এই প্রবন্ধে, প্রযুক্তির প্রকোপকে তত্ত্বে মোড়ার প্রয়াসের সাথে কিছু ভোগমুগ্ধতাও জাহির করব। উন্মোচন করার চেষ্টা করব ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে কীভাবে দ্রুত পালটেছে আমজনতার দৃষ্টিভঙ্গি, তাদের দৈনন্দিন জীবনপ্রণালী, তাদের অভ্যাস, তাদের ধাত। পালটেছে সংযোগ-ইচ্ছে, পালটেছে নিজ-উন্মোচন-পদ্ধতি। পালটেছে খেলাচ্ছলে অনায়াসে নির্মাণ, সম্পাদনা ও সম্প্রসারণের তাগিদ। অবশ্যই পালটেছে স্মৃতির সাথে এতকালের সম্পর্ক। জন্ম নিয়েছে একটি ডিজিটাল প্রযুক্তির দ্বারা লালায়িত ও পালিত সামাজিক ব্যবস্থার—যেটিকে বলা যেতে পারে একধরনের নব্য সামাজিক-প্রযৌক্তিক-সমবায়। এক-কেন্দ্রাভিমুখতা ও বহু-কর্মদক্ষতা মাত্র এক প্রজন্মের মধ্যে ইন্টারনেট-মোবাইল-ডিজিটাল শিশু, কিশোর, যুবা, মধ্যবয়স্ক ও বৃদ্ধের মন দখল করে নিল—এমনটা বললে কিছু কম বলা হবে কি? এই অভূতপূর্ব জনপ্রিয়তার প্রাথমিক কারণ এক-কেন্দ্রাভিমুখতা বা ‘কনভার্জেন্স’১—যা আগে এই আকারে অনুপাতে ও আঙ্গিকে কখনো প্রত্যক্ষ করা যায়নি। এর ব্যাপ্তি অসামান্য। প্রতিষ্ঠিত বহু যন্ত্রকে প্রায় বিলুপ্ত করে আধিপত্য জাহির করেছে ক্ষুদ্রকায় এই মোবাইল/ডিজিটাল পরদা—যা ইন্টারনেট দ্বারা বিশ্বের যেকোনো প্রান্তের, অনুরূপ যন্ত্রের সাথে সংযুক্ত। বহু কিছু অতি স্বল্প সময়ের পরিসরে কেন্দ্রীভূত হয়েছে মোবাইল বা মুঠোফোনে। আলাদা আলাদা কাজ করার জন্য এখন আর জনসাধারণকে আলাদা আলাদা যন্ত্রের দ্বারস্থ হতে হচ্ছে না। কিনতে হচ্ছে না একগাদা যন্ত্রসম্ভার। মুঠোফোন একাই একশো। তার একচেটিয়া আধিপত্যে অপ্রচলিত হয়েছে সেসব যন্ত্র, যাদের দ্বারা একটার বেশি দুটো কাজ হতো না। মোবাইল আমাদের মুঠোতে তুলে দিয়েছে বহু কাজে দক্ষ একটি কল, যা ওজনে হালকা ও চরিত্রগতভাবে চলনশীল।২ এ এক বিচিত্র সক্ষমতা বা পারদর্শিতা। অগণিত ক্রিয়াকলাপ কেন্দ্রীভূত হচ্ছে মোবাইলে। নিমিষে, বিনা বাক্যব্যয়ে। সবকিছু হয়ে যাচ্ছে আঙুলের ইশারায়, নিঃশব্দে—কত কীই...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in