দুই প্ল্যাটফর্মের ছোট্ট একটা স্টেশন, নাম বরাভূম। ট্রেন থেকে নেমে উলটোদিকে গিয়ে দাঁড়ালেই রাঙাডি গ্রাম। যারা ‘মুখোশ গ্রাম’ দেখার জন্য আসে, তাদের বেশির ভাগই নামে এই স্টেশনে। তারপর ছোটবড় হরেক রকমের গাড়ি চড়ে সরাসরি আসা যায় মুখোশ গ্রাম চড়িদাতে।

দুই প্ল্যাটফর্মের ছোট্ট একটা স্টেশন, নাম বরাভূম। ট্রেন থেকে নেমে উলটোদিকে গিয়ে দাঁড়ালেই রাঙাডি গ্রাম। যারা ‘মুখোশ গ্রাম’ দেখার জন্য আসে, তাদের বেশির ভাগই নামে এই স্টেশনে। তারপর ছোটবড় হরেক রকমের গাড়ি চড়ে সরাসরি আসা যায় মুখোশ গ্রাম চড়িদাতে। রাঙাডি থেকে চড়িদার দূরত্ব সাতাশ কিলোমিটার। আগে ছিল বালি-কাঁকর বিছানো লালমাটির মায়াবী পথ। কিন্তু পলাশের প্রান্তর এখন সেজে উঠেছে নীল-কালো পিচ রাস্তায়। ফলে দুপাশে জারুল, মহুয়া, শাল, পলাশের রূপ দেখতে দেখতে কখন যে কেটে যাবে সময়, তা বোঝার উপায় নেই! বসন্তে আগুন-রঙা পলাশ ও আচ্ছন্ন করে রাখার মতো মহুয়া ফুলের মাদক গন্ধ যাত্রীকে বিমোহিত করে রাখে সারা রাস্তা। পথে পড়ে পাখি পাহাড়, মাঠা রেঞ্জ ফরেস্ট, উঁচু-নিচু টিলা ও টাড় ভূমি। পুরুলিয়ার প্রকৃতি দেখার মতোই বটে। সেই প্রকৃতিতে লেগে থাকে শিমুল, জারুল, রাধাচূড়ার রং, সোনাঝুরি আর গুঁড়ো গুঁড়ো ধাদকির ফুল ফুটে থাকে থরে থরে। এই ফুলগুলি থেকেই শিল্পীরা শিখে নেয় রং চেনার প্রাথমিক পাঠ। মুখোশ-শিল্পীদের কাছে রঙের কদর চিরকাল। রূপ ফোটাতে বাহারি রং চেনা জরুরি। মুখোশ তৈরিতে ব্যস্ত চড়িদার তরুণমুখোশ-শিল্পী পার্থ সূত্রধর চড়িদাতে পৌঁছানোর ঠিক দেড় কিলোমিটার আগে বাঘমুণ্ডি। এর প্রান্তসীমায় বইছে হিকিমডি নদী। এই নদীর মাটিতে রয়েছে সেই প্রসাদগুণ। যেন অনুপম সৌন্দর্য আলুথালু ছড়িয়ে রয়েছে নদীর কিনারে! শিল্পীরা এখান থেকে নিয়ে আসে মাটি। প্রায় বুজে আসা, সামান্য এই অনিত্যবাহী নদীটির কাছে চিরঋণী হয়ে থাকতে হবে শিল্পকে। এই নদীর মাটি দিয়েই তৈরি হয় প্রতিমার ছাঁচ। তারপর সেই ছাঁচ ভেঙে উঠে আসে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক মানের মুখোশ। বাঘমুণ্ডির রাজা মদনমোহনের বাড়ি থেকে চড়িদার দূরত্ব মাত্র দুই মাইল। রাজা মদনমোহন ছিলেন শিল্পের অসামান্য পৃষ্ঠপোষক। তিনি শিল্পীদের কদর করতে জানতেন। এখন না আছেন রাজা, না আছে রাজ্যপাট। কিন্তু রাজার অসামান্য পৃষ্ঠপোষকতায় ছড়িয়ে পড়তে থাকা ছৌশিল্প আজ দুনিয়া জুড়ে প্রসারলাভ করেছে। পুরুলিয়া জেলার দক্ষিণ-পশ্চিম সীমান্তে অযোধ্যা পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা গ্রাম চড়িদা। গ্রামে সব মিলিয়ে প্রায় তিন...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in