কোয়ালপাড়ায় শ্রীমা সারদাদেবীর বৈঠকখানা আজ সর্বজনবন্দিত। ১৯০৯ সালের ২১ মে

শ্রীশ্রীমা ও কোয়ালপাড়াগণপতি রায়প্রকাশক : স্বামী সুপর্ণানন্দসম্পাদকরামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ককলকাতা-৭০০০২৯৮০.০০ কোয়ালপাড়ায় শ্রীমা সারদাদেবীর বৈঠকখানা আজ সর্বজনবন্দিত। ১৯০৯ সালের ২১ মে শ্রীশ্রীমায়ের এখানে শুভ পদার্পণ। মায়ের কৃপায় তাঁর পদার্পণধন্য কেদারনাথ দত্তের পাঠশালায় অচিরে শ্রীশ্রীরামকৃষ্ণ যোগাশ্রম এবং তাঁর অবস্থানধন্য কেদারনাথের বাড়িতে জগদম্বা আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল। এই আশ্রম-দুটিতে তিনি বহুবার অবস্থান করেছেন যাতায়াতের পথে। লেখক বহু পরিশ্রম করে বিবিধ গ্রন্থে ছড়িয়ে থাকা বহু ঘটনা লিপিবদ্ধ করেছেন এখানে। এতে রয়েছে কোয়ালপাড়ার একটি সং‌ক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ ইতিহাস। পাঠশালার শিক্ষক কেদারনাথ স্বদেশি আন্দোলনে সাড়া দিয়ে তাঁতশালা প্রতিষ্ঠা করেছিলেন। গ্রামের ছেলেদের পড়াশোনা, শরীরচর্চা ও মানসিক উৎকর্ষসাধনে তিনি প্রেরণা দিতেন। জয়রামবাটীতেও তাঁর যাতায়াত ছিল। মা তাঁকে স্নেহ করতেন। মাকে কোয়ালপাড়ায় নিয়ে আসার জন্য স্বামী সারদানন্দজীকে তিনি অনুরোধ করেছিলেন। মা শরৎ মহারাজের সঙ্গে কলকাতা আসার পথে এখানে আসেন এবং বিশ্রাম নেন। এই গ্রন্থে সেই গৌরবময় অধ্যায়গুলি অত্যন্ত যত্নসহকারে পরিবেশিত হয়েছে। কেদারনাথের সহযোগী বরদা, কিশোরী, বিভূতি, গগন, মতি, বলরাম, রাজেন প্রমুখ পরহিতব্রতে নিষ্ঠাবান যুবকবৃন্দ, যাঁরা মায়ের কাজে ও রামকৃষ্ণ-ভাবান্দোলনে নিজেদের উৎসর্গ করেছিলেন—তাঁদের কথাও এই গ্রন্থে আলোচিত হয়েছে বিস্তারিতভাবে, যা অনুধ্যানযোগ্য। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in