চৈতন্যচরিত্রের অতি গুরুত্বপূর্ণ যে-উপাদানগুলি নিমাই পণ্ডিতকে ‘প্রেমের ঠাকুর শ্রীচৈতন্য’ হয়ে উঠতে সাহায্য করেছিল

চৈতন্যচরিত্রের অতি গুরুত্বপূর্ণ যে-উপাদানগুলি নিমাই পণ্ডিতকে ‘প্রেমের ঠাকুর শ্রীচৈতন্য’ হয়ে উঠতে সাহায্য করেছিল তার মধ্যে অন্যতম প্রধান হলো তাঁর সুগভীর মানবিক বোধ। আলোচনার সুবিধার্থে এই বিষয়টিকে তিনটি ভাগে ভাগ করে দেখা যেতে পারে—(ক) মায়ের প্রতি ভালবাসা, (খ) পরিকরদের প্রতি ভালবাসা, (গ) সাধারণ মানুষের প্রতি মমত্ববোধ। (ক) মায়ের প্রতি ভালবাসা : দাদা বিশ্বরূপের সন্ন্যাসগ্রহণের পর মাত্র সাত-আট বছরের বালক নিমাই বাবা-মাকে সেবা করবেন বলে তাঁদের আশ্বাস দেন।১ সাধারণত এই ঘটনাটিকে পিতা-মাতার প্রতি নিমাইয়ের দায়িত্ববোধ ও ভালবাসার উদাহরণ হিসাবে বিশেষ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলি, যেগুলি শ্রীচৈতন্যের পরিণত বয়সের ঘটনা। চব্বিশ বছর বয়সে সন্ন্যাসগ্রহণের জন্য গৃহত্যাগের সময় নিমাই শচীদেবীকে অনেক কথার মধ্যে একথাও বলেছিলেন : “ব্যবহার পরমার্থ যতেক তোমার।সকল আমাতে লাগে, সব মোর ভার।।”বুকে হাত রেখে বলেন : “তোমার সকল ভার আমার আমার।।”২ এই তথ্যটি অবশ্য বৃন্দাবনদাস ছাড়া মুরারি গুপ্ত কিংবা অন্য কোনো চরিতকারের রচনায় পাওয়া যায় না; যদিও মুরারি গুপ্ত শ্রীচৈতন্যের নবদ্বীপলীলা প্রত্যক্ষ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। কিন্তু মনে রাখা প্রয়োজন, নিমাই তাঁর গৃহত্যাগের সঠিক দিন এবং সময় যে-ছয়জনকে জানিয়েছিলেন, তাঁদের মধ্যে মুরারি গুপ্ত না থাকলেও নিত্যানন্দ ছিলেন। ফলত নিমাইয়ের গৃহত্যাগের সময় মুরারি গুপ্ত নয়, নিত্যানন্দ উপস্থিত ছিলেন। বৃন্দাবনদাস তাঁর রচনার তথ্য সংগ্রহ করেছিলেন মূলত নিত্যানন্দের কাছ থেকে। সুতরাং এই তথ্যটি সঠিক হওয়ার সম্ভাবনা যথেষ্টই প্রবল। পরবর্তিকালে মায়ের প্রতি শ্রীচৈতন্যের আচরণ ও মনোভাবও তথ্যটিকে সমর্থন করে। নিমাই সন্ন্যাস নেওয়ায় শচীদেবী মূর্ছিত হয়ে পড়েন।৩ এরকমটা যে ঘটতে পারে তিনি তা অনুমান করেছিলেন। সেজন্য সন্ন্যাসগ্রহণের অব্যবহিত পরেই রাঢ় ভ্রমণান্তে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে আসার পর তিনি নিত্যানন্দকে দিয়ে শচীদেবীকে শান্তিপুরে আনানোর ব্যবস্থা করেন। এই সময় শচীদেবীকে প্রণাম করে তাঁর অবস্থা দেখে সন্ন্যাসী শ্রীচৈতন্যও অশ্রুসংবরণ করতে পারেননি— “প্রভুও কান্দিয়া বোলে শুন মোর আই।তোমার শরীর এই মোর কিছু নাই।।তোমার পালিত দেহ জন্ম তোমা হৈতে।কোটি জন্মে তোমার ঋণ নারিব শোধিতে।।জানি বা না জানি...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in