বিবেকানন্দের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ বেলুড় মঠ স্থাপনের পরিকল্পনা ও প্রতিষ্ঠা। লেখক এই ভাবনাকেই মাথায় রেখে স্বামীজীর একাধিক চিঠি উদ্ধৃত করে সজীবভাবে উপস্থাপিত করেছেন। অভিনব এই বইয়ের নাম ও অধ্যায়বিন্যাস।

বিবেকানন্দের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ বেলুড় মঠ স্থাপনের পরিকল্পনা ও প্রতিষ্ঠা। লেখক এই ভাবনাকেই মাথায় রেখে স্বামীজীর একাধিক চিঠি উদ্ধৃত করে সজীবভাবে উপস্থাপিত করেছেন। অভিনব এই বইয়ের নাম ও অধ্যায়বিন্যাস। ‘লেখকের কথা’ ও ‘কথামুখ’ অংশ-দুটিতে লেখক এই বইয়ের সারকথা ব্যক্ত করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বিশিষ্ট মানুষকে লেখা স্বামীজীর অসামান্য চিঠিগুলির উদ্ধৃতি ব্যবহার করে লেখক তাঁর অন্বেষণকে সফল করেছেন। বরানগর মঠে অবস্থান থেকে বেলুড় মঠ প্রতিষ্ঠার দিেনর কথা, তারপর মঠের নির্মাণশৈলীর খুঁটিনাটি বর্ণনা লেখক সবিস্তারে দিয়েছেন। মঠের মন্দিরগুলির আনাচকানাচ পর্যন্ত বাদ যায়নি। যথার্থ তথ্যপঞ্জিও সঙ্গে রয়েছে। রামকৃষ্ণানুরাগী ও ভক্তদের কাছে এই বই তাই পূজার উপকরণের মতো। বয়সের ব্যবধানের স্বল্পতা, বাসস্থানের নৈকট্য ও প্রতিভার গভীরতা প্রায় সমপরিমাণ হওয়া সত্ত্বেও জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ ও সিমলার দত্ত পরিবারের নরেন্দ্রনাথের সা‌ক্ষাৎভিত্তিক কোনো বিবরণ লিখিতভাবে নেই কেন তা নিয়ে লেখিকা বিস্তৃতভাবে তথ্য অনুসন্ধান করে এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এসম্বন্ধে যে-কথাগুলি নানা প্রামাণিক গ্রন্থে ছড়িয়ে আছে, তিনি সেগুলি সংগ্রহ করে ছোট বইটিতে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ সম্পর্কের সন্ধানে যাত্রা করে লেখিকা অবশেষে আসল জায়গায় শ্রীরামকৃষ্ণদেবের কাছে উপনীত হয়েছেন এবং সব সমস্যার সমাধান করে শান্তির অমৃতবারি আহরণ করেছেন আমাদের সকলের জন্য। নির্ভুল মুদ্রণে উৎকৃষ্ট কাগজে প্রকাশিত গ্রন্থখানি রামকৃষ্ণ-বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ-অনুরাগী সমস্ত মানুষের প‌ক্ষে গ্রন্থটি পাঠ্য এবং সংগ্রহযোগ্য। পার্বতী সেন ভট্টাচার্য

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in