অপরূপা ইউরোপ৷ পৃথিবীর সাত মহাদেশের

অপরূপা ইউরোপ৷ পৃথিবীর সাত মহাদেশের (আন্টার্কটিকা-সহ) মধ্যে আয়তনে ষষ্ঠ ও জনসংখ্যার বিচারে তৃতীয় স্থানাধিকারী (২০২১ সালের হিসাব অনুযায়ী) হলো ইউরোপ। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের নিরিখে এই মহাদেশ এক বিশেষ আকর্ষণের বিষয়৷ মধ্যযুগে ইউরোপে বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি ও অন্যান্য বিষয়ে যে-নবজাগরণ ঘটে, তার তুলনা মানবজাতির ইতিহাসে দুর্লভ বলা চলে। সমগ্র ইউরোপ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য স্থাপত্য ও শিল্পের নিদর্শন ও জাদুঘর, বহু বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণাকেন্দ্র ও মহাফেজখানা। ইউরোপের জাদুঘর, বিশেষত শিল্পের জাদুঘরগুলো— লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম বা প্যারিসের ল্যুভর মিউজিয়াম—সর্বসাধারণের জন্য যেমন উন্মুক্ত, মহাফেজখানাগুলোর ক্ষেত্রে কিন্তু তা নয়। এখানকার দুষ্প্রাপ্য দলিল, নথি, পাণ্ডুলিপি, শিল্পকর্ম সংগ্রহগুলো মূলত গবেষকদের জন্যই সংরক্ষিত। বর্তমান প্রবন্ধের মুখ্য উদ্দেশ্য হলো ইউরোপের কতিপয় মহাফেজখানায় রক্ষিত বিশেষ কিছু দলিল বা তথ্যের প্রতি আলোকপাত করা—যেগুলোর ঐতিহাসিক গুরুত্ব অসীম, বিশেষত যেগুলির সঙ্গে ভারতবর্ষের যোগ আছে। বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে অগ্রণী প্রতিষ্ঠান ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটি। লন্ডন থেকে আনুমানিক ১০০ কিমি দূরে কেমব্রিজ শহরে অবস্থিত। এর অধীনে রয়েছে একত্রিশটি কলেজ, যার মধ্যে দুটো সর্বাধিক বিখ্যাত—কিংস কলেজ ও ট্রিনিটি কলেজ। বহু বিখ্যাত ভারতীয় এই দুই কলেজ তথা কেমব্রিজ ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে পড়েছেন। কিংস কলেজের স্থান একসময় কলকাতার প্রেসিডেন্সি কলেজের সঙ্গে তুলনীয় ছিল। কিংস কলেজের মহাফেজখানায় বহু বিশিষ্ট ব্যক্তির পাণ্ডুলিপি সংরক্ষিত আছে, যা গবেষকগণ আগাম দরখাস্ত ও অনুমোদন সাপেক্ষে পড়তে বা দেখতে পারেন। এই লেখ্যাগারে তিনজন বিশ্ববরেণ্য অর্থনীতিবিদের পাণ্ডুলিপি সযত্নে রক্ষিত আছে—জন মেনার্ড কেইন্স, জোয়ান ভায়োলেট রবিনসন (সম্ভবত যাঁকে বিগত শতাব্দীর শ্রেষ্ঠ মহিলা অর্থনীতিবিদ বলা যায়) ও নিকোলাস ক্যালডোর। কিংস কলেজের লেখ্যাগারে আমার প্রবেশের কারণ ছিল মূলত কেইন্সের পাণ্ডুলিপি দেখা ও পড়া এবং তার থেকে প্রয়োজনীয় অংশ লিখে নেওয়া৷ এখানে বলা প্রয়োজন, এই স্থানে নিজে থেকে পাণ্ডুলিপির কোনো অংশ বা পৃষ্ঠার ছবি তোলা বা স্ক্যান করা নিয়মবিরুদ্ধ৷ প্রয়োজনীয় অংশ হয় হাতে লিখে বা ল্যাপটপে টাইপ করে নিতে হবে, নতুবা কর্তৃপক্ষের কাছ থেকে সেই অংশের স্ক্যান...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in