এই বইয়ের প্রথম প্রবন্ধ ‘স্বামীজির স্বপ্নের মায়াবতী’ পাঠকদের আনন্দ দেবে। মায়াবতী আশ্রম গড়ে ওঠার ইতিহাস

এই বইয়ের প্রথম প্রবন্ধ ‘স্বামীজির স্বপ্নের মায়াবতী’ পাঠকদের আনন্দ দেবে। মায়াবতী আশ্রম গড়ে ওঠার ইতিহাস প্রামাণিক তথ্য থেকে লিপিবদ্ধ করেছেন লেখিকা। যেমন স্বামী বিরজানন্দের ডায়েরি। এছাড়া আছে স্বামী বিবেকানন্দের ১৫ দিনের মায়াবতী আশ্রমে অবস্থানের কথা—তাঁর নানা পরিকল্পনা, তাঁকে ঘিরে আশ্রমের সকলের আনন্দের কথা। দ্বিতীয় প্রবন্ধ ‘সুইজারল্যান্ডে কিছুদিন’-এর বর্ণনাও খুঁটিনাটি তথ্যসমৃদ্ধ। এই বিবরণের মধ্যে আকর্ষক অংশ স্বামীজীর ইচ্ছায় তৈরি জেনেভার বেদান্তিক কেন্দ্রের কথা। সেখানকার দুর্গাপূজা দর্শনের সৌভাগ্য হয়েছে লেখিকার। দূরদেশে বেড়ানোর অভিজ্ঞতার পর লেখিকা পরবর্তী তিনটি প্রবন্ধে কাছের তিনটি জায়গায় ভ্রমণের কথা লিখেছেন। ‘হুগলিতে একদিন’ লেখাটিতে সেখানকার ঐতিহাসিক, ভৌগোলিক বিবরণ-সহ উল্লেখযোগ্য পুণ্যস্থানের বর্ণনায় তিনি শ্রীশ্রীঠাকুরের বাণী উপলব্ধি করেছেন—“যত মত তত পথ।” পরের অধ্যায় ‘শ্রীরামকৃষ্ণ কৃপাধন্য পাদুকাভবনে’তে লেখিকা জানিয়েছেন মহেন্দ্র কবিরাজের বাড়িতে প্রতিষ্ঠিত ঠাকুরের ব্যবহৃত খড়মজোড়ার কথা। ‘তীর্থভূমি গঙ্গাসাগরে’ প্রবন্ধটি গঙ্গাসাগরের অপার্থিব সৌন্দর্যের স্মৃিতচারণায় মূর্ত হয়ে উঠেছে। বইয়ের কাগজ ও মুদ্রণ উন্নত মানের।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in