স্থান —পূর্বভারতের এক সুবিশাল বৌদ্ধ বিহার। কাল—খ্রিস্টীয় সপ্তম শতক। সুবিস্তৃত বিহারভূমিতে

স্থান —পূর্বভারতের এক সুবিশাল বৌদ্ধ বিহার। কাল—খ্রিস্টীয় সপ্তম শতক। সুবিস্তৃত বিহারভূমিতে তখন অপরাহ্ণ। বিহারমধ্যস্থ প্রার্থনাগৃহে সমবেত শিক্ষার্থীর দল। ধীরপদে প্রবেশ করলেন এক তরুণ চীনা শ্রমণ। পথশ্রমে ক্লান্ত, কিন্তু তাঁর মুখ আনন্দে উদ্ভাসিত। চার বছরের দীর্ঘ সময়কাল ধরে সহস্র যোজন পথ, ঊষর পর্বতমালা, মরুপ্রদেশ, অরণ্য, উপত্যকা অতিক্রম করে তিনি এসে পৌঁছেছেন তাঁর স্বপ্নের আবাসভূমি, শিক্ষার উৎকর্ষকেন্দ্র নালন্দা মহাবিহারে। সেই মহাবিহারের প্রার্থনাকক্ষের মধ্যমণি এক বৃদ্ধ; লোলচর্ম, শ্মশ্রুমণ্ডিত, ঈষৎ ন্যুব্জ, কিন্তু জ্ঞান ও প্রজ্ঞার দীপ্তিতে উদ্ভাসিত। শ্রমণ সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। বৃদ্ধ মৃদু হেসে বললেন : “কোথা থেকে এসেছ বৎস?” ভিক্ষু বললেন : “সুদূর মহাচীন থেকে ভন্তে!” বৃদ্ধ সাগ্রহে বললেন : “বোধিসত্ত্বের আদেশে তোমারই প্রতীক্ষায় ছিলাম বৎস। স্বাগত!”১ দৃশ্যটি ২০১৬ সালে নির্মিত হুও জিয়াংসি পরিচালিত ছবি ‘শুয়ানজাং’ (Xuanzang)-এর। চীনা পরিব্রাজক শুয়ানজাং (পূর্বে বলা হতো হিউয়েন সাং) সপ্তম শতকে এসে পৌঁছান বিহারের নালন্দা মহাবিহারে। আনুমানিক ৬৩৩—৬৪৩ খ্রিস্টাব্দ সময়কালে ভারতে তাঁর অবস্থানের সিংহভাগ অতিবাহিত হয়েছিল শিক্ষার অন্যতম উৎকর্ষকেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ে—যার বিবরণ লিপিবদ্ধ হয়েছে তাঁর অভিজ্ঞতা-প্রসূত গ্রন্থ দা তাং শিউ জি (Da Tang Xiyu Ji) বা মহান তাং সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলের বিবরণ-এ। প্রাচীন ভারতবর্ষের বৌদ্ধ মহাবিহার বা বিশ্ববিদ্যালয়গুলির ইতিহাস অন্বেষণে এর গুরুত্ব অপরিসীম। বস্তুত, প্রাচীন ভারতের শিক্ষা-মানচিত্রে উৎকর্ষকেন্দ্র হিসাবে বৌদ্ধ মহাবিহারগুলির গুরুত্ব অপরিসীম। বৈদিক যুগ থেকেই ভারতে গুরুকুল তথা আশ্রমিক শিক্ষাব্যবস্থা প্রচলিত থাকলেও সেই ব্যবস্থাকে বৃহৎ ও সুসংগঠিত রূপ দেওয়ার ক্ষেত্রে ভগবান বুদ্ধ তথা সংঘের ভূমিকা ছিল পথপ্রদর্শকের। বোধিলাভের পর সারনাথের মৃগদাবে বুদ্ধদেব যখন ধর্মচক্র প্রবর্তন করেন তখন তাঁর উদ্দেশ্যই ছিল—তাঁর প্রবর্তিত মত ও তার ব্যাখ্যা যাতে জনসাধারণের মধ্যে প্রসারিত ও গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে, সেজন্য সুশিক্ষিত ও দক্ষ শ্রমণ তথা প্রচারকদের একটি দল গঠন করা। তঁারা যেমন সংঘবদ্ধভাবে সেই পথ ও মতের অনুসরণ ও পালন করবে, তেমনি জনগণকে শিক্ষা দেবে সেই মতামতকে আত্তীকরণের জন্য। সুতরাং ভগবান বুদ্ধের সংঘভাবনা, যা তাঁর ধর্মমতের অন্যতম স্তম্ভ, তার ভিত্তিভূমি যে শিক্ষা—একথা তর্কাতীতভাবেই বলা চলে। প্রাচীন...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in