১৮৯৮ সালের ফেব্রুয়ারির মধ্যভাগ পর্যন্ত শ্রীরামকৃষ্ণের পার্ষদগণ আলমবাজার মঠেই ছিলেন। কিন্তু ভূমিকম্পে তা বসবাসের অযোগ্য হওয়ায় এবং সেখান থেকে গঙ্গা পার হয়ে বেলুড়ে এসে

[পূর্বানুবৃত্তি : বৈশাখ সংখ্যার পর] ।।৩।। ১৮৯৮ সালের ফেব্রুয়ারির মধ্যভাগ পর্যন্ত শ্রীরামকৃষ্ণের পার্ষদগণ আলমবাজার মঠেই ছিলেন। কিন্তু ভূমিকম্পে তা বসবাসের অযোগ্য হওয়ায় এবং সেখান থেকে গঙ্গা পার হয়ে বেলুড়ে এসে নতুন মঠ তৈরির কাজে সুবিধা হবে না বলে তাঁরা জমির কাছেই নীলাম্বর মুখার্জির বাগানবাড়ি ভাড়া নেন। ১৩ ফেব্রুয়ারি আলমবাজার থেকে এখানে মঠ স্থানান্তরিত হয়। স্বামী ত্রিগুণাতীতানন্দজী ১৪ ফেব্রুয়ারি প্রমদাদাস মিত্রকে লিখছেন : “এক্ষণে মঠ পুরাতন স্থান হইতে উঠিয়া বেলুড় নামক গ্রামে হাওড়া জেলার অন্তর্গত স্থানে গঙ্গাতীরে এক মনোহর উদ্যানে কলিকাতার প্রায় সম্মুখে জাহ্নবীর অপর পারে উঠিয়া আসিয়াছে। এই স্থানের নিকটেই নূতন মঠ নির্ম্মাণ হইবে সত্বরে।” ওনাকেই ২৫ ফেব্রুয়ারি লিখছেন : “মঠ নির্ম্মাণের ব্যয়ভার ঈশ্বরই গ্রহণ করিয়াছেন। ৪০ [চল্লিশ] হাজার টাকা দিয়া ১৮ বিঘা উত্তম জমী গঙ্গার পশ্চিম কূলে ক্রয় করা হইয়াছে। আরও, মঠের জন্য প্রায় একশত বিঘা জমী ঐ জমীর চতুঃপার্শ্বে ক্রয় করিবার মত আছে। জমীতেই প্রায় ২ লক্ষ টাকা পড়িয়া যাইবে। এতদ্ব্যতীত মন্দিরাদি নির্ম্মাণ করিতে প্রায় ১০।১২ লক্ষ টাকা পড়িবে। এ সমস্ত বৃহদ্ব্যয়ভার একমাত্র ঈশ্বর ব্যতীত আর কে লইতে সমর্থ?” ৪ মার্চ ১৮৯৮ বাকি ৩৭৯৯৯ টাকা দিয়ে ২২ বিঘা জমিটি কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়।৬১ পরের দিন হাওড়া সাবরেজিস্ট্রি অফিসে দুপুর বারোটা থেকে একটার মধ্যে স্বামী বিবেকানন্দের নামে দলিল রেজিস্ট্রি হয়। সাক্ষী ছিলেন সলিসিটর প্রমথচন্দ্র কর, শরৎচন্দ্র ঘোষ এবং বাবু অক্ষয়চরণ ঘোষ।৬২ ৬ মার্চ ১৮৯৮ উচ্ছ্বসিত স্বামী প্রেমানন্দজী স্বামী রামকৃষ্ণানন্দজীকে লিখছেন : “গতকল্য ঐ জায়গাটি ৩৯,০০০ টাকায় ক্রয় করা হইয়াছে। শ্বেত পাথরের মন্দির ও প্রকাণ্ড বাটী তৈয়ারের আয়োজন হইতেছে, শীঘ্রই কার্য আরম্ভ হইবে। দেখেশুনে লোকে অবাক হইয়াছে। তাঁর কার্য তিনিই করেন।” স্বামীজী ঠিক কবে বেলুড়ের জমিতে প্রথম পদার্পণ করেন তা ঠিক জানা যায় না। তবে বেলুড়-নিবাসী দুই সুহৃৎ গোপালচন্দ্র আটা ও যদু মোদক স্বামীজীকে এই জমি দেখিয়েছিলেন ও মঠের হাতে আসার ব্যাপারে সাহায্য করেছিলেন।৬৩ এই ঘটনা অবশ্যই ২১ জানুয়ারি স্বামীজীর কলকাতায় ফেরার পরে স্বামী...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in