১৮৯২ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বরানগর থেকে মঠ আলমবাজারে উঠে আসে। স্বামীজী আমেরিকা থেকে মঠবাসীদের উদ্দেশে প্রথম চিঠি লেখেন ১৯ মার্চ ১৮৯৪।

[পূর্বানুবৃত্তি : ফাল্গুন সংখ্যার পর] ।।২।। বিদেশ থেকে মঠের জন্য জমি কেনার উদ্যোগ ১৮৯২ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বরানগর থেকে মঠ আলমবাজারে উঠে আসে। স্বামীজী আমেরিকা থেকে মঠবাসীদের উদ্দেশে প্রথম চিঠি লেখেন ১৯ মার্চ ১৮৯৪। এর পরবর্তী কালে গুরুভাইদের উদ্দেশে লেখা বিভিন্ন চিঠিতে স্বামীজী বিস্তারিতভাবে সংঘগঠনের ব্যাপারে তাঁর পরিকল্পনা এবং নির্দেশাদি দিতে থাকেন, আর বারে-বারেই তিনি এই সুমহান কর্মযজ্ঞে নিজের ও তাঁর গুরুভাইদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। এরকমই এক চিঠির অংশ—“আমি নিজের কর্তৃত্বলাভের আশায় নয়, কিন্তু তোমাদের কল্যাণ ও প্রভুর অবতীর্ণ হইবার উদ্দেশ্য সফলের জন্য লিখিতেছি। তিনি তোমাদের ভার আমার উপর দিয়াছিলেন এবং তোমাদের দ্বারা জগতের মহাকল্যাণ হইবে, যদিও অনেকেই এক্ষণে তাহা অবগত নও; এইজন্যই বিশেষ লিখিতেছি, মনে রাখিবে।”২০ প্রায় একবছরের কঠোর প্রচেষ্টায় স্বামীজী বিদেশের মাটিতে তাঁর কাজে নিজেকে কিছুটা সফল মনে করেন এবং বক্তৃতাদির দ্বারা কিছু অর্থও তাঁর হাতে আসতে থাকে। তাই তিনি কালবিলম্ব না করে গুরুর নির্দেশকে বাস্তব রূপ দিতে সচেষ্ট হন। গুরুভাইদের লেখা এই সময়ের পত্রাবলিতে স্বামীজীর হৃদয়ের আরেক বিশেষ ভাব প্রকাশিত হয়েছে। তা হলো শ্রীশ্রীমায়ের প্রতি তাঁর অগাধ ভক্তি ও বিশ্বাস—যা তিনি লেখনীর মাধ্যমে প্রকাশ করেও যেন তৃপ্ত নন! কখনো শ্রীরামকৃষ্ণেরও ওপরে তাঁকে স্থান দিয়েছেন এবং এইভাবে শ্রীশ্রীমায়ের ঐশী স্বরূপ সম্বন্ধে গুরুভাইদের অবহিত করিয়েছেন। কলকাতায় শ্রীশ্রীমায়ের থাকার কোনো স্থায়ী জায়গা ছিল না। পর্যায়ক্রমে বিভিন্ন ভক্তের বাড়িতে বা ভাড়াবাড়িতে তাঁকে থাকতে হতো। মাতৃগতপ্রাণ বিবেকানন্দের কাছে এটি ছিল অত্যন্ত বেদনার। বারে-বারেই তিনি খোঁজ নিয়েছেন শ্রীশ্রীমা কেমন আছেন, তাঁর খরচপত্রাদি কীভাবে চলছে ইত্যাদি বিষয়ে। আর তাই প্রথমে শ্রীশ্রীমায়ের একটা স্থায়ী বাসস্থানের জন্য ১৮৯৪ সালে স্বামী শিবানন্দজীকে তিনি লিখেছিলেন : “প্রথমে মাতাঠাকুরানীর জন্য একটি জায়গা করবার দৃঢ়সঙ্কল্প করেছি, কারণ মেয়েদের জায়গাই প্রথম দরকার।… যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায়, তা হ’লে আর আমি কোন কিছুর জন্য ভাবি না।… তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যে দিন বসিয়ে দেবে, সেই...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in