ভগবান বুদ্ধদেবের ঐতিহাসিক ধর্মপরিক্রমায় কাহিনী-প্রসঙ্গ ও ধম্মপদের পদাবলী

ভগবান বুদ্ধদেবের ঐতিহাসিক ধর্মপরিক্রমায় কাহিনী-প্রসঙ্গ ও ধম্মপদের পদাবলীস্নেহেন্দু মাইতিপ্রকাশক : শ্রীতমা বেরা দাসতিতীর্ষুবৈষ্ণবচক, কুকড়াহাটিসুতাহাটাপূর্ব মেদিনীপুর-৭২১৬৫৮৩৫০.০০ স্বামী বিবেকানন্দ বুদ্ধদেবকে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ বলে অভিহিত করেছেন। এই মহামানবের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসার কারণ—তাঁর নির্ভীকতা ও হৃদয়বত্তা। রামকৃষ্ণ সংঘে তাই পরম শ্রদ্ধায় বুদ্ধদেবের জীবন ও শি‌ক্ষাকে অনুসরণ করা হয়। ভগবান বুদ্ধদেবের ঐতিহাসিক ধর্মপরিক্রমায় কাহিনী-প্রসঙ্গ ও ধম্মপদের পদাবলী গ্রন্থটির মধ্যে স্নেহেন্দু মাইতি সহজ সাবলীল বাংলায় ২৬টি বর্গ, ৩০২টি কাহিনি-প্রসঙ্গ ও ৪২৩টি পদ বিবৃত করেছেন। ধম্মপদ-এ উল্লিখিত বহু অজানা তথ্যের বিবরণ তুলে ধরে লেখক বৌদ্ধধর্মের প্রতি আমাদের আরো শ্রদ্ধাশীল করেছেন। সূ‌ক্ষ্ম ও গভীর, অসাম্প্রদায়িক, আধ্যাত্মিক তাৎপর্যমণ্ডিত ধম্মপদাবলি আ‌ক্ষরিক অর্থে মানবজীবনকে এক পবিত্র জীবনের পথ দেখায়। এই গ্রন্থটির মধ্যে প্রাসঙ্গিকভাবে বৌদ্ধধর্মের প্রতি লেখক যেমন দৃষ্টি আকর্ষণ করেছেন, তেমনই ছোট ছোট কাহিনির অনুসরণে বৃহত্তর জীবনে পথচলার দিশা দিয়েছেন। পুস্তকটির শুরুতে তথাগত বুদ্ধের সং‌ক্ষিপ্ত জীবনী, বৌদ্ধধর্ম ও ধম্মপদের সং‌ক্ষিপ্ত আলোচনাটি মনোগ্রাহী। তবে এর কাগজ, ছাপা ও বঁাধাই উৎকৃষ্ট মানের হলেও বেশ কিছু মুদ্রণপ্রমাদ চোখকে পীড়া দেয়। গ্রন্থটি বৌদ্ধভাবনার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে। 

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in