চিন্তাশীল মনীষীদের আবেদন, নিবেদন ও সাবধানবাণীকে উপে‌ক্ষা করে পৃথিবীতে বিভেদ ও অশান্তির বিষবৃ‌ক্ষ প্রোথিত হয়ে চলেছে গুণিতক নিয়মে।

চিন্তাশীল মনীষীদের আবেদন, নিবেদন ও সাবধানবাণীকে উপে‌ক্ষা করে পৃথিবীতে বিভেদ ও অশান্তির বিষবৃ‌ক্ষ প্রোথিত হয়ে চলেছে গুণিতক নিয়মে। মানুষকে মারার বিবিধ যন্ত্র ও উপায় দেখে বিস্মিত হতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও আণবিক যুদ্ধের উদ্যোগ দেখে এক মনীষী মন্তব্য করেছিলেন—যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে মানুুষ হয়তো আণবিক অস্ত্র নিয়েই যুদ্ধ করবে। কিন্তু যদি চতুর্থ বিশ্বযুদ্ধ হয়, তাহলে মানুষ পাথর ও কাঠ নিয়ে যুদ্ধ করবে। তার কারণ, আণবিক যুদ্ধ বা ‘Nuclear War’ হলে সভ্যতার সমূহ বিনাশ অবশ্যম্ভাবী। মানুষকে মারার এই যে প্রস্তুতি ও প্রচেষ্টা—এর বিরতি বা শেষ কোথায়? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ষোলো বছর আগে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গোটা ইউরোপ একটি আগ্নেয়গিরির ওপরে বসে আছে—যে-কোনো মুহূর্তে তা থেকে মানুষের ধ্বংস নেমে আসতে পারে। ১৯২৮ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসনের চোদ্দ দফা শান্তিপ্রস্তাব শুনে শ্রীমা সারদাদেবী মন্তব্য করেছিলেন : “ওরা যা বলে ওসব মুখস্থ।”১ মাত্র দু-দশক পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মধ্যে তাঁর এই ঐতিহাসিক উক্তির তাৎপর্য খুঁজে পাই। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন : “…যে যা চায় সে তাই পায়।”২ এই সত্য শুধু একটি ব্যক্তির ‌ক্ষেত্রে সীমাবদ্ধ নয়; বস্তুত, গোটা মানবসমাজের ‌ক্ষেত্রেই তা প্রযোজ্য। পৃথিবীর ৮০০ কোটি মানুষের অধিকাংশই চাইছে, আমার দেশের লোকের সর্বাঙ্গীণ উন্নতি। কিন্তু তা কীভাবে আসবে—পৃথিবীর শান্তি ও সমৃদ্ধি অটুট রেখে, সেসম্পর্কে স্বচ্ছ ধারণা প্রয়োজন। উন্নত দেশ-গুলির মানুষ অনুন্নত দেশের মানুষদের ঘৃণা করছে। আবার দরিদ্র দেশগুলির মানুষও ধনী দেশগুলির প্রতি বিদ্বেষ ও ঘৃণাভাব পোষণ করছে। তারা মনে করছে—অর্থনৈতিক বৈষম্য ও বঞ্চনার শিকার তারা হয়েছে ধনী দেশগুলির স্বার্থপর নীতির জন্যই। বিশ্বজোড়া এই ঘৃণা ও হিংসার সমাধান কোথায়? শি‌ক্ষার মাপকাঠিতে (কেউ ডক্টরেট, কারো শুধু প্রাইমারি শি‌ক্ষা) কোনো কোনো ধনী দেশের ব্যক্তিদের বার্ষিক আয় সত্তর হাজার আমেরিকান ডলার, আর আমাদের দেশবাসীর বার্ষিক আয় দুহাজার ডলার! সব ‌ক্ষেত্রেই এই অসাম্যকে স্বীকার করে নিয়ে বাস্তব দৃষ্টিভঙ্গির সাহায্যে এই ঘৃণা-হিংসা-হানাহানি বন্ধ করার কার্যকরী পদ‌ক্ষেপ...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in