ঠিক যেন গঙ্গাগর্ভে সমাধিতে তিনি লীন হয়ে আছেন। অনন্ত অপার্থিব শান্তি আর মৌন তাঁকে ঘিরে। এই

ঠিক যেন গঙ্গাগর্ভে সমাধিতে তিনি লীন হয়ে আছেন। অনন্ত অপার্থিব শান্তি আর মৌন তাঁকে ঘিরে। এই তিনি চেয়েছিলেন— “উপরে সূর্য তাঁর নির্মল কিরণ বিস্তার করছেন, পৃথিবী চারিদিকে শস্যসম্পদশালিনী হয়ে শোভা পাচ্ছেন, দিনের উত্তাপে সব প্রাণী ও পদার্থ কত নিস্তব্ধ, স্থির—শান্ত! আর আমিও… প্রভুর ইচ্ছারূপ প্রবাহিণীর সুশীতল ব‌ক্ষে ভেসে চলেছি!… যাই! মা, যাই!—তোমার স্নেহময় ব‌ক্ষে ধারণ ক’রে যেখানে তুমি নিয়ে যাচ্ছ, সেই অশব্দ, অস্পর্শ, অজ্ঞাত, অদ্ভুত রাজ্যে… কেবল দ্রষ্টা বা সা‌ক্ষীর মতো ডুবে যেতে আমার দ্বিধা নেই!” বেলুড় মঠের দ‌ক্ষিণ-পূর্ব প্রান্তে, একেবারে গঙ্গাতটে, বিবেকানন্দ-মন্দিরের সংকীর্ণ প্রবেশপথ দিয়ে প্রবেশ করে, যখনই স্বামীজীর ধ্যানমূর্তির সামনে নত হয়েছি, তখনই ভিতর থেকে ভেসে-আসা সূ‌ক্ষ্ম সৌগন্ধ্যে, আর বিচিত্র অপূর্ব এক প্রভাবে মন আচ্ছন্ন হয়ে গেছে। কী নিবিড়! কী গভীর!… মনে হয়েছে, উপরের ঐ বর্ণনাটি স্মরণ করেই যেন মন্দিরটি নির্মিত! নচেৎ গর্ভমন্দির এত নীচু কেন? কেন স্বামীজীর রিলিফ-মূর্তিটি প্রায় গঙ্গাপ্রবাহের সমস্তরে স্থাপিত? তা কি এইজন্য যে, গঙ্গার ঢালু পাড়ে, যেখানে স্বামীজীকে দাহ করা হয়, তারই উপরে তৈরী বেদীতে স্থাপিত করতে হয়েছে রিলিফটিকে;—এবং তারপর ক্রমে নদীর পাড় উঁচু করা হয়েছে বলে মনে হয়, মূর্তিটি যেন গঙ্গার অন্তঃপ্রবাহিত তরঙ্গের উপরেভাসমান!!… ২ বিবেকানন্দ-মন্দিরের নির্মাণকাজ শুরু হয় কবে? আরম্ভের দিনটি ঠিকভােব নির্ধারণ করতে না পারলেও, প্রবুদ্ধ ভারতের পুরনো সংখ্যার পৃষ্ঠা উল্টে মোটামুটি বলতে পারি—কাজ শুরু হয়েছিল ১৯০৭ সালের জানুয়ারি মাসের পরে। প্রবুদ্ধ ভারতে ১৯০৩-১৯০৭ পর্যন্ত সময়ে স্বামীজীর জন্মোৎসবের যেসব বিবরণ বেরিয়েছে, তােত স্বামীজীর সমাধিমন্দিরের কোনো উল্লেখ নেই। তা প্রথম পাওয়া যায় ১৯০৯ সালের জন্মোৎসব বিবরণে। ঐ বৎসরের ফেব্রুয়ারি-মার্চ সংখ্যায় পাই : “…At the extreme south-east corner of the lawn, washed by the rippling waves of the holy Ganges, is the site where the ashes of the great Swami rest; on it a Memorial Temple is now being erected to prepetuate his memory. In the interior of this unfinished building, a large portrait...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in