শ্রীরামকৃষ্ণ পাঠচক্র, দ‌ক্ষিণ হারাধনপুর, দ‌ক্ষিণ চব্বিশ পরগনা : গত ১ জানুয়ারি ২০২৩ শোভাযাত্রা, বিশেষ পূজা, বসে অাঁকো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ প্রভৃতির মাধ্যমে কল্পতরু উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী স্তবপ্রিয়ানন্দ ও শান্তনু গায়েন। প্রায় ৫০০ ভক্ত বসে প্রসাদ পান।

উৎসব-অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণ পাঠচক্র, দ‌ক্ষিণ হারাধনপুর, দ‌ক্ষিণ চব্বিশ পরগনা : গত ১ জানুয়ারি ২০২৩ শোভাযাত্রা, বিশেষ পূজা, বসে অাঁকো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ প্রভৃতির মাধ্যমে কল্পতরু উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী স্তবপ্রিয়ানন্দ ও শান্তনু গায়েন। প্রায় ৫০০ ভক্ত বসে প্রসাদ পান। শ্রীরামকৃষ্ণ আশ্রম, কুমরুল, হুগলি : গত ২৮ জানুয়ারি ২০২৩ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী বশিষ্ঠানন্দ, স্বামী নিরন্তরানন্দ ও সন্দীপ সিনহা। প্রায় ১৮০০ ভক্ত বসে প্রসাদ পান। বুদবুদ শ্রীরামকৃষ্ণ সারদা পাঠচক্র (আশ্রম), পূর্ব বর্ধমান : গত ৫ ফেব্রুয়ারি ২০২৩ বৈদিক মন্ত্র পাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশেষ পূজা, দুঃস্থ নরনারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, সংগীত প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব ও মন্দিরের প্রতিষ্ঠাদিবস পালিত হয়। ভাষণ দেন স্বামী অনুত্তমানন্দ প্রমুখ। প্রায় ২,০০০ ভক্ত বসে প্রসাদ পান। বিরাটী শ্রীরামকৃষ্ণ ভক্ত সংঘ, কলকাতা : গত ১১-১২ ফেব্রুয়ারি ২০২৩ বিশেষ পূজা, পাঠ, গীতি-আলেখ্য প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী মহাপ্রজ্ঞানন্দ, স্বামী আত্মনাথানন্দ ও অধ্যাপক ডঃ সোমনাথ ভট্টাচার্য। প্রায় ১,২০০ ভক্ত হাতে হাতে প্রসাদ পান। শ্রীশ্রীমা সারদা সেবাসঙ্ঘ, সিউড়ি, বীরভূম : গত ১২ ফেব্রুয়ারি ২০২৩ সমবেত জপ-ধ্যান, পাঠ, ভক্তিগীতি প্রভৃতির মাধ্যমে ভক্তসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন প্রব্রাজিকা আত্মদীপপ্রাণা, প্রব্রাজিকা বীতভয়প্রাণা, ব্রহ্মচারিণী সারদা ও ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়। প্রায় ২০০ ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিয়াখালা শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত পাঠচক্র, হুগলি : গত ১২ ফেব্রুয়ারি ২০২৩ শোভাযাত্রা, বিশেষ পূজা, ভক্তিগীতি, পুরস্কার বিতরণ, ত্রিস্মরণ পত্রিকা প্রকাশ প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী ঋতানন্দ, ডাঃ স্বপন মুখোপাধ্যায় ও ডাঃ মন্দিরা সমাজপতি। প্রায় ৩০০ ভক্ত বসে প্রসাদ পান।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in