গত ১৭ জানুয়ারি ২০২৫ প্রভাতফেরি, আলোচনা প্রভৃতির মাধ্যমে যুবসম্মেলন

শ্রীরামকৃষ্ণ সারদা সেবা সংঘ, সিলাটী, ওড়িশা : গত ১৭ জানুয়ারি ২০২৫ প্রভাতফেরি, আলোচনা প্রভৃতির মাধ্যমে যুবসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী অনুভবানন্দ, অনামিকা রায়, ডালিম্ব মাঝি, ডঃ প্রদীপ মিশ্র, অধ্যক্ষ রামকৃষ্ণ বৈদ্য প্রমুখ। প্রায় ১,৮০০ ভক্ত ও ছাত্রছাত্রী যোগদান করেন। আমতলা শ্রীরামকৃষ্ণ সারদা ভক্ত সংঘ, দ‌ক্ষিণ ২৪ পরগনা : গত ১৮-১৯ জানুয়ারি ২০২৫ শোভাযাত্রা, পাঠ, আলোচনা, কীর্তন প্রভৃতির মাধ্যমে বাৎসরিক উৎসব পালিত হয়। ভাষণ দেন প্রব্রাজিকা ত্রিদেবপ্রাণা, প্রব্রাজিকা আপ্তকামপ্রাণা, স্বামী অম্বিকেশানন্দ, স্বামী প্রাণানন্দ, স্বামী দীপ্তেশানন্দ, মঞ্জুরা চক্রবর্তী ও রাজেশ বসু। দ্বিতীয় দিনে প্রায় ১,৭০০ ভক্ত প্রসাদ পান। রানীগঞ্জ বিবেকানন্দ সেবাকেন্দ্র, পশ্চিম বর্ধমান : গত ১৮-১৯ জানুয়ারি ২০২৫ যুবসম্মেলন, নৃত্যানুষ্ঠান, যোগব্যায়াম প্রদর্শনী, বিশেষ পূজা, পাঠ, ভক্তিগীতি, বসে আঁকো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, স্মরণিকা বিবেক চেতনা প্রকাশ, পদাবলি কীর্তন প্রভৃতির মাধ্যমে বাৎসরিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী ভারূপানন্দ, স্বামী সোমাত্মানন্দ, স্বামী অনপরানন্দ ও জীবন বন্দ্যোপাধ্যায়। পরদিন ৬,৫০০ ভক্ত বসে প্রসাদ পান। ইলামবাজার শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রম, বীরভূম : গত ১৯ জানুয়ারি ২০২৫ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সহযোগিতায় স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুবসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী মহাতপানন্দ ও প্রশান্ত বর্মণ। ১০৫ জন যুবপ্রতিনিধি এই অনুষ্ঠানে যোগদান করে। ৪ জানুয়ারি অনুষ্ঠিত ভক্তসম্মেলনে ভাষণ দেন স্বামী ইষ্টব্রতানন্দ, রামকানাই সিংহ ও মানস ব্যানার্জী। সিহাস রামকৃষ্ণ বিবেকানন্দ সাধন মন্দির, বাঁকুড়া : গত ২৬ জানুয়ারি ২০২৫ বিশেষ পূজা, শোভাযাত্রা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, ভক্তিগীতি, গীতি-আলেখ্য প্রভৃতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের আবির্ভাব-স্মরণোৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী অমলাত্মানন্দ ও স্বামী একচিত্তানন্দ। প্রায় ৩,০০০ ভক্ত বসে প্রসাদ পান। বিরাটী তাজপুর শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ সংঘ, হুগলি : গত ২৫-২৬ জানুয়ারি ২০২৫ শোভাযাত্রা, বিশেষ পূজা, স্মরণিকা প্রকাশ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পাঠ, ভক্তিগীতি, নাটিকা, বাউল গান প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী বশিষ্ঠানন্দ, স্বামী বিশ্বনাথানন্দ ও স্বামী প্রাণারামানন্দ। প্রায় ৪,০০০ ভক্ত বসে প্রসাদ পান। ২২ ডিসেম্বর ২০২৪ শ্রীমা সারদাদেবীর আবির্ভাবতিথিতে ভাষণ দেন...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in