গত ৫ জানুয়ারি ২০২৫ গীতি-আলেখ্য, আবৃত্তি, সংগীত প্রভৃতির মাধ্যমে স্বামী বিবেকানন্দ
হাঁটাল রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র, হাওড়া : গত ৫ জানুয়ারি ২০২৫ গীতি-আলেখ্য, আবৃত্তি, সংগীত প্রভৃতির মাধ্যমে স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুবসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী একচিত্তানন্দ ও কুসুম ভট্টাচার্য। এই অনুষ্ঠানে যোগদান করেন ৬৫০ জন অনুরাগী ও ৩৫০ জন যুবপ্রতিনিধি। ১২ জানুয়ারি জাতীয় যুবদিবসে ৩০ জন দুঃস্থ মানুষকে কম্বল প্রদান করা হয় এবং ৪ জন দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীকে মাসিক বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়। সোনামুখী শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ আশ্রম, বাঁকুড়া : গত ৫ জানুয়ারি ২০২৫ বিবিধ অনুষ্ঠানের মাধ্যমে বাৎসরিক উৎসব পালিত হয়। ভাষণ দেন স্বামী একব্রতানন্দ ও স্বামী মুক্তিপ্রদানন্দ। প্রায় ৮,০০০ ভক্ত প্রসাদ পান। শ্রীশ্রীরামকৃষ্ণ সারদামণি আশ্রম, খেপুত, পশ্চিম মেদিনীপুর : গত ১২ জানুয়ারি ২০২৫ অঙ্কন, বক্তৃতা, সংগীত, যোগব্যায়াম, যেমন খুশি সাজো, ‘স্বদেশমন্ত্র’ আবৃত্তি ইত্যাদি প্রতিযোগিতা, আলোচনা প্রভৃতির মাধ্যমে জাতীয় যুবদিবস পালিত হয়। ৬৫ জন সফল প্রতিযোগীকে শংসাপত্র, বই ও জ্যামিতিবাক্স প্রদান করা হয়। ভাষণ দেন সম্পাদক ব্রহ্মচারী শিশির এবং যুগ্ম-সম্পাদক তপনকুমার শাসমল ও সুকুমার সামন্ত। এদিন দুঃস্থদের মধ্যে ৯৫টি কম্বল, ৩০০টি করে গেঞ্জি ও প্যান্ট, ১১০টি মহিলা-পোশাক, ১০টি শাড়ি ও ৩০টি ধুতি বিতরণ করা হয়। প্রায় ৪,০০০ ভক্ত বসে প্রসাদ পান।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
