ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ,

বেদিতা শিশু আকাদেমি, খাঁটুরা, গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনা : গত ২২ সেপ্টেম্বর ২০২৪ সংগীত, আলোচনা প্রভৃতির মাধ্যমে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সহযোগিতায় যুবসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ, স্বামী জ্ঞানলোকানন্দ, স্বামী বাসবানন্দ, প্রশান্ত চৌধুরী, অরিন্দম দাস প্রমুখ। ৪০৬ জন যুবপ্রতিনিধি এবং ১২৫ জন অধ্যাপক, শি‌ক্ষক ও অভিভাবক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুসকরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ কালচারাল সেন্টার, পূর্ব বর্ধমান : গত ৮ অক্টোবর ২০২৪ শারদীয়া দুর্গোৎসব উপল‌ক্ষে বানভাসী ৩৫০ জন মানুষের মধ্যে নববস্ত্র এবং ৩০ জন শিশুর মধ্যে বিভিন্ন পোশাক ও প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আশ্রম-পরিচালিত শিশু বিদ্যামন্দিরের শি‌ক্ষার্থীরা আগমনি অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়াও সপ্তমী ও নবমীর দিন দুপুরে যথাক্রমে ৩৭০ ও ৪২০ জন ভক্ত বসে এবং পূজার তিনদিন সন্ধ্যায় মোট ২,৫০০ ভক্ত হাতে হাতে প্রসাদ পান। হেলান শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, হুগলি : গত ১০—১৩ অক্টোবর ২০২৪ শ্রীমা সারদাদেবীর জীবনচিত্র প্রদর্শনী, প্রসাদ বিতরণ, অডিও-ভিস্যুয়ালের মাধ্যমে নানা জনসচেতনতামূলক প্রচার প্রভৃতির মাধ্যমে দুর্গোৎসব পালিত হয়। সপ্তমীর দিন বন্যাদুর্গত দরিদ্র মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ এবং নবমীর দিন ১০০ দরিদ্র মহিলাকে বস্ত্র ও ২০টি পরিবারকে মশারি প্রদান করা হয়। হাওড়া রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ : গত ১৪-১৫ ডিসেম্বর ২০২৪ বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মসভা, প্রসাদ বিতরণ প্রভৃতির মাধ্যমে জঙ্গলপুর শ্রীশ্রীসারদা আশ্রম ও সেবাকেন্দ্রে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী শুকদেবানন্দ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দ, স্বামী মহাপ্রজ্ঞানন্দ ও স্বামী প্রশান্তাত্মানন্দ। ৩৪টি সদস্য আশ্রমের বহু প্রতিনিধি এই অনুষ্ঠানে যোগদান করেন। হারিট শ্রীশ্রীরামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ, হুগলি : গত ১৫ ডিসেম্বর ২০২৪ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বোস হাউস ক্যাম্পাস ও রামকৃষ্ণ মিশন আশ্রম, গুড়াপের সহযোগিতায় স্বামী বিবেকানন্দের ভাবানুরাগী যুবসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী উমাপদানন্দ ও স্বামী প্রাণময়ানন্দ। ২১০ জন যুবপ্রতিনিধি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। জালালসী মা সারদা বয়স্ক সহায়তা কেন্দ্র, হাওড়া : গত ২১-২২ ডিসেম্বর ২০২৪ শোভাযাত্রা, বিশেষ পূজা, ক্যুইজ ও অঙ্কন প্রতিযোগিতা, চিকিৎসা, চ‌ক্ষু-পরী‌ক্ষা, রক্তদান শিবির প্রভৃতির মাধ্যমে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in