গত ২২ থেকে ২৫ অগস্ট ২০২৪ ভক্তিগীতি, বাউল গান, নাটক প্রভৃতির মাধ্যমে
শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, দমদম ক্যান্টনমেন্ট, কলকাতা : গত ২২ থেকে ২৫ অগস্ট ২০২৪ ভক্তিগীতি, বাউল গান, নাটক প্রভৃতির মাধ্যমে বার্ষিক উৎসব পালিত হয়। বিভিন্ন দিনে ভাষণ দেন প্রব্রাজিকা নির্বেদপ্রাণা, স্বামী দেবাত্মানন্দ, স্বামী আত্মনাথানন্দ, কুসুম ভট্টাচার্য, ডঃ সোমনাথ ভট্টাচার্য ও অরিন্দম দাস। ২৫ তারিখ দুপুরে প্রায় ১,০০০ ভক্ত প্রসাদ পান। বেহালা বিবেকভারতী ওয়েলফেয়ার সোসাইটি, কলিকাতা : গত ২৪ অগস্ট ২০২৪ আলোচনা, প্রশ্নোত্তর-পর্ব প্রভৃতির মাধ্যমে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সহযোগিতায় যুবসম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী জ্ঞানলোকানন্দ ও তরুণ গোস্বামী। ১৫০ জন যুবপ্রতিনিধি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিন ১০ জন দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। তাম্রলিপ্ত পশ্চিমাঞ্চল শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্র, তমলুক, পূর্ব মেদিনীপুর : গত ১১ সেপ্টেম্বর ২০২৪ পাঠ, বিশেষ পূজা, ভক্তিগীতি, বস্ত্রদান প্রভৃতির মাধ্যমে পাঠচক্রের প্রতিষ্ঠাদিবস উদ্যাপিত হয়। স্বাগত-ভাষণ দেন সম্পাদক ডঃ নারায়ণ চন্দ্র মাইতি। ভাষণ দেন স্বামী অলিপ্তানন্দ, স্বামী একরূপানন্দ, স্বামী নির্মোহানন্দ, অধ্যাপক গোপীনাথ দত্ত ও ব্রহ্মময় নন্দ এবং সভাপতি বিশ্বরঞ্জন দাস। প্রায় ৪০০ ভক্ত বসে প্রসাদ পান। সোনামুখী শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ আশ্রম, বাঁকুড়া : গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০২৪ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের ২৯তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাষণ দেন স্বামী মুক্তিপ্রদানন্দ, স্বামী অমলাত্মানন্দ, স্বামী কৃত্তিবাসানন্দ, তরুণকান্তি দত্ত প্রমুখ। ৬০ জন আশ্রম-প্রতিনিধি ও ৩০ জন যুবপ্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
