উদ্বোধন-এর গত ফাল্গুন ১৪২৯ সংখ্যায় অগ্নিভ ঘোষের ‘বাংলা অভিধানের অভিমুখ’ পড়ে সমৃদ্ধ হলাম। হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রণীত বাংলা অভিধান বিষয়ে তিনি লিখেছেন :

উদ্বোধন-এর গত ফাল্গুন ১৪২৯ সংখ্যায় অগ্নিভ ঘোষের ‘বাংলা অভিধানের অভিমুখ’ পড়ে সমৃদ্ধ হলাম। হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রণীত বাংলা অভিধান বিষয়ে তিনি লিখেছেন : “স্বাধীনতার পর ভারত সরকার এই অভিধানটি দু-খণ্ডে প্রকাশ করেন।” এই প্রসঙ্গে জানাই, ১৯৫৪ সালে সর্বভারতীয় সংস্থা ‘সাহিত্য অকাদেমি’ প্রতিষ্ঠিত হয়। এর উদ্যোগে ১৯৬৬ সালে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ভূমিকা-সহ বঙ্গীয় শব্দকোষ-এর প্রথম খণ্ড এবং ১৯৬৭ সালে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়। প্রবন্ধে বিংশ শতকে প্রকাশিত উল্লেখযোগ্য বাংলা একভাষিক অভিধান-প্রণেতা হিসাবে সুবলচন্দ্র মিত্র, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, জ্ঞানেন্দ্রমোহন দাস, রাজশেখর বসু, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ থাকলেও ১৯০৭-এ প্রকাশিত রজনীকান্ত বিদ্যাবিনোদের বঙ্গীয় শব্দসিদ্ধ, কাজী আবদুল ওদুদের ব্যবহারিক শব্দকোষ (১৯৫৩) এবং শৈলেন্দ্র বিশ্বাসের সংসদ বাঙ্গালা অভিধান (১৯৫৭) বাদ পড়েছে। একভাষিক, দ্বিভাষিক অভিধানের পাশাপাশি পরবর্তী সময়ে প্রকাশিত হতে শুরু করে বিষয়ভিত্তিক অভিধান। যেমন পৌরাণিক অভিধান (সুধীরচন্দ্র সরকার), বাঙালি চরিতাভিধান (সাহিত্য সংসদ), কথ্য ভাষার অভিধান (কলকাতা বিশ্ববিদ্যালয়, সম্পাদনা : অসিতকুমার বন্দ্যোপাধ্যায়), ইতিহাস অভিধান (সুভাষ ভট্টাচার্য), বাগধারা অভিধান (সুভাষ ভট্টাচার্য), স্বাধীনতা সংগ্রামে ভারত তারিখ অভিধান (অসিতাভ দাস), পুরাণকোষ (নৃসিংহপ্রসাদ ভাদুড়ী), বানান অভিধান (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি), বিবিধ বিদ্যার অভিধান (সুভাষ ভট্টাচার্য), বহুমুখী সাহিত্যকোষ (জাহিরুল হাসান) ইত্যাদি। এই সকল বিষয়ভিত্তিক অভিধান ছাড়াও কিছু আঞ্চলিক উপভাষা অভিধান সীমিত সংখ্যক হলেও প্রকাশিত হয়েছে। একক প্রয়াসে অভিধান রচনা করতে গিয়ে বঙ্গীয় শব্দকোষ-এর প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় নিজের সারাটা জীবন উৎসর্গ করেছেন একধরনের কঠোর ও কার্যত নীরস কাজে। তাঁদের এই প্রয়াস কিছুটা অন্তত ধরা আছে ১৯৮১-তে বুদ্ধদেব বসুর গল্প অবলম্বনে পরিচালক রাজা মিত্রের ‘একটি জীবন’ চলচ্চিত্রে। এখনকার ডিজিট্যাল যুগে এক বা একাধিক সম্পাদকের সাহায্যে প্রাতিষ্ঠানিকভাবে সংস্করণের পর সংস্করণ প্রকাশিত হচ্ছে অক্সফোর্ড, কেমব্রিজ, কলিন্স, ওয়েবস্টার প্রভৃতি ইংরেজি ভাষার অভিধানগুলোর। এধরনের অভিধান কোনো এক ব্যক্তির আজীবন পরিশ্রমের ফসল নয়, এক সম্মিলিত প্রচেষ্টার ফল—যার সঙ্গে যুক্ত থাকে কোনো না কোনো সফল প্রকাশক। কম্পিউটারহীন তখনকার সময়ে অভিধান রচনা এবং তার বিলম্বিত ও কষ্টসাধ্য প্রকাশ বর্তমানের নিরিখে যৌথ প্রয়াস ছাড়া অসম্ভব। এসবের পর...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in