গাছতলায় ছোট আসর বসিয়াছে। সেখানে গৈরিকভূষিত নরেন্দ্রনাথ ও নিরঞ্জন ছাড়া বসিয়া আছেন কালীপ্রসাদ, মণি

গাছতলায় ছোট আসর বসিয়াছে। সেখানে গৈরিকভূষিত নরেন্দ্রনাথ ও নিরঞ্জন ছাড়া বসিয়া আছেন কালীপ্রসাদ, মণি মল্লিক ও তাঁহার ভাই। সেদিন ২৯ জানুয়ারি ১৮৮৬। মাস্টার মহাশয় কাশীপুরে আসিয়াছেন। নরেন্দ্রনাথ সুললিত কণ্ঠে গান ধরিয়াছেন : “জাহ্নবীতীরে হরি বলে কে রে/ বুঝি প্রেমদাতা নিতাই এসেছে।” এরপরে সমবেত গান শুরু হইল : “যাদের হরি বলতে নয়ন ঝরে/ তারা তারা দুভাই এসেছে রে।” যে-নরেন্দ্র সদা বিচারে প্রবৃত্ত, তাঁহার মধ্যে প্রেমের ফল্গুধারা বহিতেছে। ইহার কিছু কাল আগে দ‌ক্ষিণেশ্বরে তাঁহার অবস্থার পরিবর্তন লক্ষ্য করিয়া একদিন শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন : “নরেন্দ্র এখন শ্রীমতীকে খুব মানে, সে বলে, সচ্চিদানন্দকে যদি ভালবাসতে শিখতে হয় তো রাধিকার কাছে শেখা যায়।” কাশীপুরে একদিন শ্রীরামকৃষ্ণ শয্যার উপর আঙুল দিয়া লিখিলেন : “শ্রীমতী রাধে! নরেন্দ্রকে দয়া কর।” ফলত নরেন্দ্রনাথ রাধাভাবে বিভোর হইয়া ‘কোথায় গো প্রেমময়ি রাধে’ বলিয়া প্রার্থনা করিতে লাগিলেন। ‘শুষ্ক দার্শনিক’ প্রেমরসে পূর্ণ হইয়া কহিলেন : “প্রভুর কৃপায় আজ এক নূতন আলোক পাইলাম।” শ্রীরামকৃষ্ণের স্থূলশরীর ত্যাগের দিন কয়েক আগের ঘটনা। নরেন্দ্রনাথকে সম্মুখে বসাইয়া তাঁহার দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়া পড়েন। ঠাকুরের দেহ হইতে সূক্ষ্ম তেজোরশ্মি তড়িৎপ্রবাহের ন্যায় তাঁহার শরীরে প্রবেশ করিতেছে অনুভব করিলেন নরেন্দ্রনাথ। জ্ঞান হারাইয়া ফেলিলেন তিনি। বাহ্যভূমিতে ফিরিয়া দেখিলেন শ্রীরামকৃষ্ণের চোখে অশ্রু। বলিলেন : “আজ যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম! তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করবি। কাজ শেষ হলে পরে ফিরে যাবি।” ভাবাবেগে বিহ্বল হইয়া পড়িলেন নরেন্দ্রনাথ, বালকের ন্যায় অশ্রুবিসর্জন করিতে লাগিলেন। একাধারে প্রেম ও শক্তি দুইই সঞ্চার করিলেন শ্রীরামকৃষ্ণ তাঁহার প্রিয় নরেন্দ্রের মধ্যে। তাঁহার সাধের নরেন্দ্র নামিয়া পড়িলেন রণক্ষেত্রে—বীর যোদ্ধা বিবেকানন্দ। চিরকালই বেপরোয়া তিনি। সদা উদ্যমী, নূতন কিছু শেখা চাই, করা চাই। একবার নবগোপাল মিত্র হিন্দু মেলায় তাঁহার জিমন্যাস্টিকের দল লইয়া গিয়াছিলেন। দলের সহিত বিলেও ছিল, সে বড় খেলোয়াড়। সেই সময় সেখানে উপস্থিত হইলেন রামচন্দ্র দত্ত। তিনি ধমক দিয়া বিলেকে খেলিতে বারণ করিলেন। এদিকে যখন অপর খেলোয়াড়েরা বারের খেলা দেখাইতে লাগিল, বিলে আর স্থির থাকিতে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in