উদ্বোধন-এর গত শারদীয়া সংখ্যাটির প্রত্যেকটি লেখা এক অমূল্য সম্পদ। ‘অগ্নে ত্বং

উদ্বোধন-এর গত শারদীয়া সংখ্যাটির প্রত্যেকটি লেখা এক অমূল্য সম্পদ। ‘অগ্নে ত্বং শ্রীদুর্গানামাসি’ প্রবন্ধে হোমের অন্তর্নিহিত ভাব আমরা বুঝতে পারি। আমরা হোম করি, কিন্তু হোমের ভিতরে দেবতার সঙ্গে একাত্ম হওয়ার অনুভূতি লাভ করতে পারি না। মানস হোমের কথা এই প্রথম জানলাম। বৈদিক হোম ও তান্ত্রিক হোমে মূলগত পার্থক্য যে নেই, সেটি সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। পূর্ণাহুতির সুন্দর ব্যাখ্যাটি পড়েও আনন্দ পেলাম। রামকৃষ্ণ মিশনের কর্মকাণ্ড সম্পর্কে স্বামী সুবীরানন্দের আলোচনাটি অত্যন্ত হৃদয়গ্রাহী। স্বামী বিবেকানন্দের কাশীপুরের জীবন ও পরবর্তিকালের সন্ন্যাসজীবন প্রাঞ্জলভাবে বর্ণিত হয়েছে। বাস্তবিক, রামকৃষ্ণ মিশন ঠাকুরের স্থূলশরীর—যেখানে কেবলই আনন্দধারা। সে-ধারা বইছে সারা ভুবনে। স্বামী বিশ্বনাথানন্দের পানিহাটীর মহোৎসব সম্পর্কিত লেখাটি তথ্যসমৃদ্ধ। চৈতন্যদেব যেমন রঘুনাথকে অনাসক্তভাবে সংসার করতে বলেছিলেন, তেমনি শ্রীরামকৃষ্ণও অনাসক্ত হয়ে ভক্তদের সংসারে থাকতে বলেছেন। রঘুনাথের দণ্ডমহোৎসবের বর্ণনা বড় আকর্ষণীয়। ভট্ট রঘুনাথের পািণ্ডত্যের কথা আমরা পড়েছি রাজশেখর বসুর ‘প্রতিভা’ প্রবন্ধে। ভট্ট রঘুনাথ আর দাস রঘুনাথের পার্থক্য এই রচনায় জানতে পারলাম। স্বামী অব্যক্তানন্দের ‘চরণ ছুঁয়ে…’ স্মৃতিচারণায় রয়েছে—স্বামী অভেদানন্দজী মিষ্টি ও মশলাদার খাবার এড়িয়ে যেতে বলেছেন। আজ এটি খাদ্যবিশেষজ্ঞগণ প্রায়ই বলে থাকেন। স্বামী চেতনানন্দের ‘মরু-সন্ন্যাসীদের কথা ও কাহিনি’ আমার সবচেয়ে ভাল লেগেছে। যে মানুষকে অপমান করে তাকে অপমান না করে, দোষ বিচার না করে তাকে ভালবাসবে—এটিই প্রাচীন সন্ন্যাসীদের বক্তব্য। প্রার্থনা ও শরণাগতিই র‌ক্ষা পাওয়ার একমাত্র উপায়। অত্যন্ত শি‌ক্ষাপ্রদ এই রচনাটি। স্বামী শিবপ্রদানন্দ রামকৃষ্ণ মিশনের সেবা ও আদর্শের প্রেরণায় কর্মযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগের সমন্বয়ের কথা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি যথার্থ বলেছেন, শ্রীরামকৃষ্ণ সারদা-অগ্নিতে যে পরমান্ন প্রস্তুত করেছেন, সেটি বিবেকানন্দ-পাত্রে ও সারদানন্দ-ঢাকনায় সুর‌ক্ষিত বলেই তা গ্রহণের ফলে মানবসমাজ অশেষ তৃপ্তি ও শান্তি পেয়েছে। শিশির রায়ের ‘অল্প লইয়া থাকি…’ একটি অসাধারণ রচনা। এখন মাইক্রো ফ্যামিলির যুগে অল্পের মধ্যে জীবনের প্রয়োজনটুকু মেটাতে হয়। পীযূষ আশের ভ্রমণকাহিনিতে চেক প্রজাতন্ত্রের মানুষের মধ্যে রবীন্দ্র-অনুরাগ দেখে খুবই উৎসাহ বোধ করলাম। জয়ন্তী বসুর অবসরজীবন নিয়ে আলোচনা অত্যন্ত বাস্তবসম্মত। এইসব মূল্যবান রচনা শারদীয়া সংখ্যায় প্রকাশের...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in