উদ্বোধন-এর ভাদ্র ১৪৩০ সংখ্যাটি অন্যান্য সংখ্যার মতোই অনবদ্য। শ্রীদীপ ভট্টাচার্য ‘মুেঠাফোন-মগ্নতা ও সহজলভ্য সব সরলীকরণ’

উদ্বোধন-এর ভাদ্র ১৪৩০ সংখ্যাটি অন্যান্য সংখ্যার মতোই অনবদ্য। শ্রীদীপ ভট্টাচার্য ‘মুেঠাফোন-মগ্নতা ও সহজলভ্য সব সরলীকরণ’ রচনাটিতে খুব সুন্দরভাবে সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে তথ্যপূর্ণ আলোচনা করেছেন। মোবাইল বা মুঠোফোনের মধ্যেই সমস্ত বিনোদন জগৎ, নিত্যনতুন ফিচার, পুরো জগৎটাই যেন হাতের মুঠোয়! আবার এর মধ্যেই লুকিয়ে আছে অসতর্কতার বিপদ। ‘পুঁথিপাঠ’ বিভাগে শুভম মুখোপাধ্যায়ের রচনায় এটি পড়ে ভাল লাগল যে, শ্রীচৈতন্য ও শ্রীরামকৃষ্ণ দুজনেই শ্রীশ্রীচণ্ডীর পুঁথির অনুলিপি করেছিলেন। অমিতাভ বন্দ্যোপাধ্যায় ভূমিকম্প নিয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা করেছেন। বাস্তবিক, ভূমিকম্পের কোনো প্রতিকার নেই। তবু পরিবেশকে নষ্ট করে গগনচুম্বী অগুনতি অট্টালিকা নির্মাণ এবং অপরিকল্পিত বসতির জনজোয়ারের ফলে মাটির নিচের চাপের সঙ্গে যুক্ত হচ্ছে ওপরের চাপ, বাড়ছে বিপদের শঙ্কা। তাই এর জন্য সতর্কতাই একমাত্র রাস্তা। ‘জীবনের জলছবি’তে স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখায় নীলকণ্ঠ বিবেকানন্দকে নতুন করে জানলাম। প্রখ্যাত ফুটবলার সুকুমার সমাজপতির লেখাটি বহু পুরানো স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলল। ‘কথাপ্রসঙ্গে’ বিভাগে ‘স্বাধীনতার সহজপাঠ’-এ সম্পাদক মহারাজ খুব সুন্দর একটি কথা লিখেছেন— স্বাধীনতা মানে ভগবানের অধীনতা, যিনি জনগণমঙ্গলদায়ক—সেই মঙ্গলময়ের অধীনতা। সম্পাদক মহারাজকে অসংখ্য ধন্যবাদ। দেবাশিস মজুমদারহিন্দমোটর, হুগলি-৭১২২৩৩

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in