উদ্বোধন-এর গত পৌষ ১৪২৯ সংখ্যায় মিতালী বিশ্বাসের লেখা ‘কপিলামঙ্গল কাব্যের অনুরণনে “সহরই” বা বাঁদনা পরব’ পড়ে সমৃদ্ধ হলাম।

উদ্বোধন-এর গত পৌষ ১৪২৯ সংখ্যায় মিতালী বিশ্বাসের লেখা ‘কপিলামঙ্গল কাব্যের অনুরণনে “সহরই” বা বাঁদনা পরব’ পড়ে সমৃদ্ধ হলাম। জানা গেল, কবি দ্বিজ কবিচন্দ্র শঙ্কর চক্রবর্তী মঙ্গলকাব্য ধারার অনুবর্তী হয়ে রচনা করেছিলেন এক ভিন্ন আঙ্গিকের এই মঙ্গলকাব্য। মূল্যবান রচনাটি পড়তে পড়তে নতুন করে জানা গেল কপিলামঙ্গলের নাম। প্রায় পাঁচ দশক পূর্বে এক শি‌ক্ষক মহাশয়ের কাছে শোনা অসাধারণ এই কাব্যটি প্রায় বিস্মৃতির আঁধারে ছিল; সায়াহ্নের দোরে পৌঁছানো বর্তমান পাঠক-মনকে সহসা আলোকিত করার জন্য লেখিকা ও উদ্বোধন পত্রিকার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গলের জনপ্রিয়তায় কপিলামঙ্গল প্রায় নিভৃতে বাস করছে অধিকাংশ পাঠকের কাছে। প্রসঙ্গত এও জানা যায়, মঙ্গল নামক পৌরাণিক কাব্য মধ্যযুগে বেশ কিছু প্রচলিত হলেও সেসময় কপিলামঙ্গল বহুল প্রচার লাভ করেছিল। অসিত দত্তশিবপুর, হাওড়া-৭১১১০২

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in