মনে খুবই অশান্তি। একদিন ঠিক করলেন, আত্মহত্যা করবেন। স্নান সেরে এসেছেন, ভাবছেন একটু কথামৃত পড়া যাক। যে-পৃষ্ঠাটি প্রথম পড়বেন,

মনে খুবই অশান্তি। একদিন ঠিক করলেন, আত্মহত্যা করবেন। স্নান সেরে এসেছেন, ভাবছেন একটু কথামৃত পড়া যাক। যে-পৃষ্ঠাটি প্রথম পড়বেন, তাতে ঠাকুরের যা কথা লেখা থাকবে সেটা অন্তরে নিয়েই ধরাধাম ছাড়বেন। কথামৃত খুলেই পেলেন সেই পৃষ্ঠাটি, যেখানে আছে—“ঠাকুর পূর্ণর জন্য চিন্তা করিতেছেন।” পড়া মাত্র সব চিন্তা ওলটপালট হয়ে গেল! তাঁর মনে হলো—ঠাকুরই ভাবছেন তাঁর জন্য! আত্মহত্যার সংকল্প ত্যাগ হলো।১ এই অনন্য কাহিনিটি যাঁকে নিয়ে তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত পূর্ণচন্দ্র ঘোষ—শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে ‘ঈশ্বরকোটি’। মেট্রোপলিটন স্কুলে পড়াকালীন তিনি কথামৃত-প্রণেতা মাস্টারমশায়ের (শ্রীম) সঙ্গে ঠাকুরের কাছে আসেন। উদ্দেশ্য ছিল—চৈতন্যদেবের মতো একজনকে চাক্ষুষ দেখা। ঠাকুরকে প্রথম দেখেই মাত্র তেরো বছরের বালক পূর্ণ মুগ্ধ। এপ্রসঙ্গে পরে তিনি বলেছিলেন : “ঠিক শ্রীচৈতন্য মহাপ্রভুর মত একজন মহাপুরুষ—সঙ্গে সঙ্গে মনে হইয়াছিল ইনিই সাক্ষাৎ ভগবান।”২ শ্রীরামকৃষ্ণের দিব্যভাব ও অপার্থিব প্রেমে তাঁর হৃদয় পূর্ণ হয়ে যায়। এমন সৌম্য প্রেমময় পুরুষ তিনি আগে দেখেননি—এমন স্নেহ-করুণামাখা, কামনাশূন্য ভালবাসা ইতিপূর্বে কোথাও পাননি। এক অতীন্দ্রিয় ভাবরাজ্যে প্রবেশ করলেন তিনি। অপার্থিব আনন্দে তাঁর দুচোখ দিয়ে প্রেমাশ্রু ঝরে পড়ল। ভগবান ও ভক্তের ভাগবত লীলার এক অপূর্ব ছবি! পূর্ণ বুঝলেন, ঠাকুরই তাঁর সব থেকে আপনজন। তাঁর অন্তরাত্মা যেন অস্ফুটে বলে উঠল : “নাথ তুমি সর্বস্ব আমার…।/ নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার।।” একবার তিনি স্বামী অভেদানন্দজীকে বলেছিলেন : “আহা, পরমহংসদেবের কি দয়া ও স্নেহ। তঁার স্নেহ ও ভালবাসা পিতামাতা অপেক্ষা অনেক বেশী।”৩ ঠাকুর জানতেন, পূর্ণ সাক্ষাৎ নারায়ণের অংশে জাত, তাই তাঁকে দেখার জন্য ব্যাকুল হতেন। আবার এই দক্ষিণেশ্বরের ‘গোরা রায়’কে দেখার জন্য পূর্ণর মন-প্রাণ ছটফট করত। কিন্তু পূর্ণর বাড়ির লোকের এবিষয়ে মত ছিল না, তাঁরা তাঁকে কঠোর অনুশাসনের মধ্যে রাখতেন। তাই পূর্ণ গোপনে ঠাকুরের সঙ্গে দেখা করতে যেতেন। একদিন রাত্রিতে তিনি একা পড়াশোনা করছিলেন, এমন সময় দেখেন মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন। তিনি বাইরে এলে মাস্টারমশাই বলেন : “ঠাকুর শ্যামপুকুরের রাস্তার মোড়ে তোমার জন্য প্রতীক্ষা করিতেছেন, সঙ্গে এস।” পূর্ণ ব্যাকুলভাবে সেখানে যেতেই...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in