বাংলা সাহিত্য-প্রবাহের মুদ্রণপূর্ব যুগের ধারাবাহিকতার চিহ্ন বহন করে আছে বাংলা পুঁথি। আর এই পুঁথি-সাহিত্য থেকেই মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারণাটি প্রতিষ্ঠিতও হয়েছে। এই বইটি লেখকের ‘দুই দশকের উপর পুথি-চর্চার নির্যাস’।

বাংলা সাহিত্য-প্রবাহের মুদ্রণপূর্ব যুগের ধারাবাহিকতার চিহ্ন বহন করে আছে বাংলা পুঁথি। আর এই পুঁথি-সাহিত্য থেকেই মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারণাটি প্রতিষ্ঠিতও হয়েছে। এই বইটি লেখকের ‘দুই দশকের উপর পুথি-চর্চার নির্যাস’। বই কীভাবে পড়তে হয় সেটা আমরা কমবেশি জানলেও পুঁথি কীভাবে পড়ব সেটা আমাদের আলাদা করে শিখতেই হয়; কারণ পুঁথি-পাঠ থেকে আমরা বহুদিন সরে এসেছি। অধ্যাপক বিশ্বাস সেই বিজন পথের অনুসন্ধানীদের উৎসাহ বর্ধনের ইচ্ছায় এই গ্রন্থ রচনা করেছেন। বস্তুতপক্ষে মধ্যযুগের বাংলার পুঁথি-পাঠের যে জটিলতা রয়েছে এবং তা কাটিয়ে উঠতে একজন নিবিষ্ট পাঠকের যে পথ অনুসরণ করা প্রয়োজন—সেই মৌল রহস্যগুলিকে গ্রন্থকার তুলে ধরেছেন। মোট আটটি পরিচ্ছেদে বিভক্ত এই গ্রন্থে গ্রন্থকার বাংলা পুঁথির উপকরণ থেকে শুরু করে একটি পুঁথিকে কীভাবে সংরক্ষণ করা প্রয়োজন সে-পর্যন্ত আলোচনা করেছেন—তথ্য ও যুক্তির নিরাসক্ত বিন্যাসে যা সত্যিই অনবদ্য। এই গ্রন্থের অভিনবত্বের দিক হিসাবে উৎসাহী পাঠকের চোখে পড়বে শ্রীরামকৃষ্ণের হাতে লেখা পুঁথি বিষয়ে সাহিত্য সমালোচনা, রবীন্দ্রনাথের পুঁথি বিষয়ে মনোযোগের ছবি। গ্রন্থকারের প্রকাশরীতির সহজবোধ্যতায় গ্রন্থটি বাংলা মুদ্রণপূর্ব যুগের সাহিত্য বিষয়ে উৎসাহী পাঠকের পাশাপাশি কৌতূহলী পাঠকের কাছেও সাদরে গৃহীত হবে।   বাংলা পুথির কথাসম্পা : অচিন্ত্য বিশ্বাস, নিউ বইপত্র, ২৫০.০০

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in