প্রজ্ঞার দীপ্তি যখন বিনয় ও সেবার আলোকের সঙ্গে মিলিত হয়, তখন এক অলৌকিক
ব্রহ্মানন্দ-সেবক স্বামী নির্বাণানন্দসংকলন ও সম্পাদনা :স্বামী বলভদ্রানন্দসবুজকলি সেনপ্রকাশক :স্বামী সুপর্ণানন্দ, অধ্যক্ষরামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটঅব কালচার, গোলপার্ককলকাতা-৭০০০২৯৪০০.০০ প্রজ্ঞার দীপ্তি যখন বিনয় ও সেবার আলোকের সঙ্গে মিলিত হয়, তখন এক অলৌকিক আভা জন্ম নেয়। এই গ্রন্থটি সেই আভারই বহমান ধারাবর্ণনা। রামকৃষ্ণ-ভাবান্দোলনের ইতিহাসে স্বামী নির্বাণানন্দের অন্তর্মুখী তপস্যাময় জীবন ও নীরব সেবার দীপ্তি এই গ্রন্থে নানা কলমের ছোঁয়ায় ফুটে উঠেছে—কোথাও স্মৃতির আলপনা, কোথাও চেতনার মৃদু গম্ভীর ধ্বনি, আবার কোথাও তপস্যার মৌন অথচ বজ্রনির্ঘোষ ঘোষণা। সংকলক ও সম্পাদক স্বামী বলভদ্রানন্দ ও সবুজকলি সেন এই গ্রন্থে কেবল তথ্য সন্নিবেশ করেননি, তাঁরা অনুরাগী শিল্পীর মতো এক মাল্য নির্মাণ করেছেন—যার প্রত্যেকটি স্তরে প্রকাশ পেয়েছে এক অতল অন্তর্দৃষ্টির সম্মাননা। গ্রন্থটি এমন একটি শৈল্পিক নৈবেদ্য যা কেবলমাত্র জীবনী নয়, এক আত্মিক অনুধ্যান। এর প্রতিটি প্রবন্ধ এক-একটি জপমালা—পাঠককে নিয়ে যায় নির্বাণানন্দজীর জীবনালেখ্যের এক-একটি কণিকায়। গ্রন্থের একাধিক লেখায় যেমন প্রকাশিত হয়েছে পূজ্যপাদ মহারাজের নিখুঁত কর্তব্যপরায়ণতা, প্রশাসনিক নিষ্ঠা ও সেবাব্রতী মনোভাব, তেমনই সমান গুরুত্ব পেয়েছে তাঁর অন্তরতম ধ্যানমগ্ন সত্তা—যেখানে কর্ম যেন আরাধনা। আবার সেই আরাধনা বিস্তারলাভ করেছে কর্মের মাধ্যমেই। বিশেষভাবে আকর্ষণীয় মহারাজের নিজস্ব রচনাগুলি, যা সংকলনের গভীরতা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এর প্রতিটি বাক্য সাধনার নির্যাস থেকে নিঃসৃত। তাঁর ভাষায় নিহিত ধ্যানমগ্ন সৌন্দর্য ও অন্তঃসলিল বোধের উন্মোচন পাঠককে প্রথাগত ‘পাঠ’-এর গণ্ডি অতিক্রম করিয়ে এক উচ্চ অভিজ্ঞতার স্তরে নিয়ে যাবে। তাঁর ভাষণ ও লেখাগুলি বস্তুত হৃদয়ের গূঢ় অভিব্যক্তি। দর্শন ও কর্মযোগের মধ্যস্থলে দাঁড়িয়ে তাঁর কথাগুলি আজও সমান প্রাসঙ্গিক, প্রজ্ঞাময় এবং অধ্যাত্মপথযাত্রীদের অভ্রান্ত পথনির্দেশক। বর্তমান গ্রন্থটি একই নামে পূর্বপ্রকাশিত গ্রন্থেরই (বিগত শতকে যার সম্পাদনা করেছিলেন স্বামী পূর্ণাত্মানন্দ) পরিমার্জিত ও পরিবর্তিত রূপ। আগের গ্রন্থের লেখাগুলির সঙ্গে আরো কিছু নতুন লেখা এ-গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। অধিকাংশ প্রবন্ধই আধ্যাত্মিক চেতনার অনুরণন। সাহিত্যিক বিচারে এই গ্রন্থ যেমন অনন্য, তেমনি জীবনের অনুষঙ্গগুলি লেখকদের হৃদয়গ্রাহী অনুভবে সূক্ষ্মভাবে প্রস্ফুটিত—নিছক নৈর্ব্যক্তিক বিশ্লেষণের ধঁাচে লেখা নয়। তাছাড়া এই সংকলনে এমনভাবে প্রবন্ধগুলি বিন্যস্ত, যাতে পাঠক অনুভব করতে পারবেন এক...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
