১৯ আশ্বিন ১২৮২, সোমপ্রকাশ পত্রিকা : “আজি সোমপ্রকাশ একটী দারুণ শোকসংবাদ লইয়া পাঠকগণের সমক্ষে উপনীত হইতেছে। বাবু প্যারীচরণ সরকার ১৬ই আশ্বিন দেহত্যাগ করিয়াছেন। বঙ্গদেশ আর একটী রত্নহারা হইলেন

১৯ আশ্বিন ১২৮২, সোমপ্রকাশ পত্রিকা : “আজি সোমপ্রকাশ একটী দারুণ শোকসংবাদ লইয়া পাঠকগণের সমক্ষে উপনীত হইতেছে। বাবু প্যারীচরণ সরকার ১৬ই আশ্বিন দেহত্যাগ করিয়াছেন। বঙ্গদেশ আর একটী রত্নহারা হইলেন।… দেশহিতৈষী যাহাকে বলে, প্যারীবাবু তাহা ছিলেন। দেশের কোনপ্রকার হিতানুষ্ঠানের প্রস্তাব হইলে তিনি সোল্লাস-চিত্তে তাহাতে অগ্ৰসর হইতেন।” ১০ কার্তিক ১২৮২, সাপ্তাহিক সমাচার : “গত ১৫ই আশ্বিন নিষ্ঠুর কৃতান্ত বঙ্গ-মাতার আর একটী পুত্ররত্ন উদরসাৎ করিয়াছে। ঐদিন প্রেসিডেন্সি কালেজের ইংরাজি সাহিত্য-শাস্ত্রের সহকারী অধ্যাপক বাবু প্যারীচরণ সরকার গতাসু হইয়াছেন।… তিনি বিদ্বান, অধ্যাপনাপটু, সচ্চরিত্র, প্রশস্তমনা ও স্বদেশের একজন প্রকৃত হিতৈষী ছিলেন।” 2nd October, 1875 The Statesman : “…Baboo Peary Churn Sircar, Professor in the Presidency College, a graded officer in the Educational Department for the last eight years, was best known as the author of a large number of educational works in the English language, and as the life and soul for many years of the Bengal Temperance Society. He was largely interested in female education and social reform, but opposed to all radical and sudden changes in Hindoo Society.” ৬ কার্তিক ১২৮২, ভারত সংস্কারক : “প্যারীবাবু কেবল আপনার অধীনস্থ ছাত্রগণের শিক্ষক ছিলেন না, তিনি অনেক কাল ইংরাজী শিক্ষার্থী সমুদায় বঙ্গীয় ছাত্রগণের শিক্ষক ছিলেন।” কার্তিক ১২৮২, বঙ্গমহিলা : “ছয় মাস না যাইতে যাইতেই বঙ্গমহিলা পিতৃহীন হইল। যিনি বঙ্গমহিলার প্রধান প্রতিপোষক ছিলেন, যাঁহার উৎসাহে ও যত্নে আমরা বঙ্গমহিলাকে সাধারণ সমক্ষে উপনীত করিলাম, তিনি দুঃখিনীকে অনাথিনী করিয়া গেলেন। বঙ্গদেশের একটী অমূল্য রত্ন অপহৃত হইল।”১৫ আশ্বিন ১২৮২, ৩০ সেপ্টেম্বর ১৮৭৫ প্রয়াত হন প্যারীচরণ সরকার। মাত্র বাহান্ন বছর বয়সে এই অকালপ্রয়াণের দুঃসংবাদটি সেই সময়ের আরো অনেক পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আমরা এখানে কয়েকটি মাত্র পত্রিকার নির্বাচিত অংশ১ রাখলাম উনিশ শতকের নবজাগরণের অন্যতম এক ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনার গোড়াতেই। প্যারীচরণ সম্পর্কে যে-পরিচয়গুলো অনিবার্যভাবে এসেছে তা হলো তিনি শিক্ষক, শিক্ষাবিভাগের অধিকর্তা, শিক্ষাগ্ৰন্থ-প্রণেতা, স্ত্রীশিক্ষাবিস্তারে উদ্যোগী, মাদকবিরোধী সমিতির প্রতিষ্ঠাতা, পত্রিকার সম্পাদক এবং...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in