“মানুষ কি কম গা!” অপরূপ আনন্দস্বরূপ ঈশ্বরকে সে অন্তরের গভীরে অনুভব করতে পারে। সেই ঈশ্বরীয় উপস্থিতি তাকে শক্তি দেয়, মহত্ত্বে প্রতিষ্ঠিত করে।

“মানুষ কি কম গা!” অপরূপ আনন্দস্বরূপ ঈশ্বরকে সে অন্তরের গভীরে অনুভব করতে পারে। সেই ঈশ্বরীয় উপস্থিতি তাকে শক্তি দেয়, মহত্ত্বে প্রতিষ্ঠিত করে। এই অনুভব যেন দীর্ঘ একনিষ্ঠ অন্বেষণের পর এক অনুপম উপলব্ধি। প্রবল প্রসারিত প্রেমশক্তির প্রভাব পবিত্রতার প্রাঙ্গণে তাকে প্রতিষ্ঠিত করে। নিজ হৃদয়ের দৈবী উদ্ভাসে সে আলোকিত হয়। তার প্রকৃত স্বরূপের বিস্তৃতি ও গভীরতা তার মানবজীবনকে প্রভাবিত করে, পুলকিত করে। পরমতসহিষ্ণুতা ও পরোপচিকীর্ষার পাকদণ্ডী পথ বেয়ে ঘটতে থাকে শীর্ষে উত্তরণ। হৃদয়গভীরে নিত্য বিরাজিত ভাগবতী অনুভবকে ক্রিয়াশীল করে মানুষ দেবত্বে অভিষিক্ত হয় তার ললাটের আনন্দতিলকে। প্রকাশিত স্বরূপের প্রভায় নিজের জীবন-সংশ্লেষ মানুষকে দেবমাধুর্যে শোভিত করে।এক অজানা গঁায়ে অতি সাধারণ এক পরিবারে বড় হচ্ছিল একটি মেয়ে। বাড়িতে পড়াশোনার চল খুব না থাকলেও তার বাবা একজন শিক্ষানুরাগী মানুষ। সেই অনুরাগ আর আগ্রহ থেকেই এই পিতা চান মেয়ে শিক্ষিতা হোক। পিতার সেই অদম্য জেদের সঙ্গে যুক্ত হয় মায়ের প্রেরণাদায়ী স্নেহাদর। যৌথ পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা আনার সঙ্গে সঙ্গে শুরু হয় প্রত্যন্ত পল্লিগ্রামে নারীশিক্ষার লক্ষ্যে এক প্রচ্ছন্ন সংগ্রাম। এই সংগ্রামের পিছনে লুকিয়ে থাকা ঘাম আর অশ্রুকে কোনোদিনও প্রকাশ্যে না এনে এই ঘটনার সেই বালিকা পার হতে থাকে তার বাল্য ও কৈশোর। নানান অভিমতের পারস্পরিক সংঘর্ষে দীর্ণ এই কিশোরী লেখাপড়ায় মা-বাবার দৃঢ় সমর্থন পেলেও পারিপার্শ্বিক সংকীর্ণ ভাবনায় জর্জরিত হতে থাকে নিরন্তর। বঞ্চনা ও প্রবঞ্চনার কাহিনিকে গভীরে না ঢুকতে দিয়ে দৃপ্ত অথচ নীরব এক সংগ্রামে নিজেকে যুক্ত করে সে। এই সময়, যখন আপন অন্তরে শুদ্ধতার মহাশক্তির সঙ্গে তার পরিচয়ের একান্ত প্রয়োজন, তার ঐকান্তিক সংগ্রামে যখন পবিত্র ভাবনার রসদ দরকার—ঠিক তখনি একটি বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ আসে তার। আয়োজক রামকৃষ্ণ মিশনের একটি কেন্দ্র, বিষয়—স্বামী বিবেকানন্দ। গ্রামের বাড়িতে নিজের ছোট্ট ঘরটিতে গভীর রাত্রে বসে বসে সে প্রস্তুতি নেয় ঐ বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণের। বেশ কয়েক দিন ধরে অনেক রাত পর্যন্ত চলে তার বিবেকানন্দ-অধ্যয়ন। এক একদিন সমস্ত রাত ধরে বিবেকানন্দকে সঙ্গী করে মনের...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in