যিনি যথার্থ মহান তাঁর উদারতা এমনই, ক্ষুদ্রতার সীমা সরিয়ে সকলকে আপনার বিস্তৃতিতে
যিনি যথার্থ মহান তাঁর উদারতা এমনই, ক্ষুদ্রতার সীমা সরিয়ে সকলকে আপনার বিস্তৃতিতে এক করে নেন সর্বদা। বৃহতের আকর্ষণে সংকীর্ণতা আনত হলে অসীমের আনন্দ উৎসারিত হয়। তেমনই ‘নগাধিরাজ’ হিমালয়ের শোভা! সেই নিসর্গে যে-বিশালতা বিধৃত রয়েছে, তার আড়ালে সৌন্দর্য-পিয়াসি মন নিজের অস্তিত্বকে ফুরিয়ে দিয়েছে যুগে যুগান্তরে। শত বর্ণের হাতছানিতে শত ঋতুর সমাহার! শ্যামল বনানীর মাথায় মাথায় শুভ্র তুষার-কিরীট—নভোদেশের চিত্রপট জুড়ে অযুত কালের যোগিমূর্তি যেন! একাকী সেই শিখরগোষ্ঠী আত্মসুখে সমাহিত অবিরল। তার অগম্য অটল স্থিতি অভী-র বাণী শোনায় কানে কানে। মৃত্যুভয় হয়ে পড়ে অমৃতের প্রসূতি। অনন্তস্বরূপ শ্রীরামকৃষ্ণদেব একবার বলেছিলেন—হিমালয় বা সাগর দর্শন না করলে অনন্তের উপলব্ধি হয় না। হিমালয়ের প্রসারতার মধ্যেই সেই নরদেবতা আত্মার স্বরূপ বোধ করেছিলেন; তাই হয়তো নরশরীরে হিমালয় দেখেননি কখনো। নইলে কে বলতে পারে, নৈসর্গিক ব্যাপ্তিই তাঁর চেতনাকে অদ্বৈততত্ত্বে চির-লীন করে দিত না!
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
