আদৌ শ্রদ্ধা ততঃ সাধুসঙ্গোঽথ ভজনক্রিয়া।ততোঽনর্থনিবৃত্তিঃ স্যাৎ ততো নিষ্ঠা রুচিস্ততঃ।।

আদৌ শ্রদ্ধা ততঃ সাধুসঙ্গোঽথ ভজনক্রিয়া।ততোঽনর্থনিবৃত্তিঃ স্যাৎ ততো নিষ্ঠা রুচিস্ততঃ।।অথাসক্তিস্ততো ভাবস্ততঃ প্রেমাভ্যুদঞ্চতি।সাধকানাময়ং প্রেম্ণঃ প্রাদুর্ভাবে ভবেৎ ক্রমঃ।।—ভক্তিরসামৃতসিন্ধু, ১।৪।১১ প্রথমত হয় শ্রদ্ধা, সাধুসঙ্গ পরে;সাধুসঙ্গ পেয়ে জীব ভজনাদি করে।অনর্থনিবৃত্তি হয় ভজনের বলেতার ফলে নিষ্ঠা হয়, রুচি তার ফলে।আসক্তি তা হতে জন্মে, ক্রমে ভাবোদয়;ভাব হতে প্রেম হয়, জানিও নিশ্চয়।অষ্টম ভাবের স্থান, নবম প্রেমেরপ্রেমোদয়ে ক্রম এই সাধকগণের।

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in