ঈশ্বরে কী করে মন হয়, সংসারে কীভাবে থাকতে হয় ও ঈশ্বরকে দর্শন করা যায়—সমস্ত
উদ্বোধন-এর গত মাঘ ১৪৩১ সংখ্যাটি যখন হাতে আসে, তখন মহাপূর্ণকুম্ভর যোগ চলছে, কিন্তু পুণ্যার্জন করার সুযোগ হয়নি। তবে এই অমূল্য সংখ্যাটিতে আলোচিত চারটি যোগের মাধ্যমে ভগবৎসাধনায় ডুব দেওয়ার কথা পাঠ করে যেন কুম্ভস্নান হয়ে যায়। কথামৃত-এ শ্রীরামকৃষ্ণের বলা কথাগুলি এপ্রসঙ্গে মনে পড়ে। তিনি চারটি পথের কথাই উল্লেখ করেছেন। ঈশ্বরে কী করে মন হয়, সংসারে কীভাবে থাকতে হয় ও ঈশ্বরকে দর্শন করা যায়—সমস্ত মুমুক্ষু মানুষের কাছে চিরন্তন এই প্রশ্নগুলির উত্তর শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ ঘরোয়া উপমা দিয়ে ব্যাখ্যা করে গেছেন। নিঃশ্রেয়সের পথে উদ্বোধন ভক্তদের নিরলসভাবে সেবা করে চলেছে, আর পাঠকদের অভ্যুদয়ের পথে অগ্রসর করিয়ে ক্রমশ সমৃদ্ধ করে তুলেছে। শ্রীরামকৃষ্ণের কাছে একটিই প্রার্থনা—যেন সঠিক ডুব দিতে পারি। সুমিতা বিশ্বাসপশ্চিম মেদিনীপুর
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹120/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
