স্বামীজী সমস্ত বেদ ও উপনিষদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও একমাত্র প্রামাণিক টীকাগ্রন্থ হিসাবে শ্রীমদ্ভগবদ্গীতাকে চিহ্নিত করেছিলেন। বস্তুতপক্ষে এই মহাগ্রন্থখানি ভারতীয়

শ্রীমদ্‌ভগবদ্‌গীতার আদর্শ ও তার প্রয়োগ। ডঃ সত্যনারায়ণ সাউ বেদান্তাচার্য্য। কবিতিকা। ১৪২৩। ২০০ টাকা। স্বামীজী সমস্ত বেদ ও উপনিষদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও একমাত্র প্রামাণিক টীকাগ্রন্থ হিসাবে শ্রীমদ্ভগবদ্গীতাকে চিহ্নিত করেছিলেন। বস্তুতপক্ষে এই মহাগ্রন্থখানি ভারতীয় অধ্যাত্মবাদের মর্মবাণী। অনেক মনীষীর মতে, গীতায় জ্ঞান, কর্ম ও ভক্তি—এই তিন পথ বা আদর্শের মিলন বা সমন্বয়সাধন বিশেষভাবে প্রদর্শিত হয়েছে। বর্তমান গ্রন্থে সেটিই আলোচিত হয়েছে। নিষ্কাম কর্মযোগের অনুসরণে কর্তব্যবুদ্ধিতে কর্ম করতে হবে এবং সমস্ত ফল ও নিজেকে ঈশ্বরের পাদপদ্মে সমর্পণ করতে হবে—এভাবেই একান্ত শরণাগত ভক্তের ভক্তির পরাকাষ্ঠা লাভ হয়। ভক্ত ভগবানকে তত্ত্বত জানতে পারে। ভক্ত তখন জ্ঞানী। আবার জ্ঞানলাভের পরেও ভক্তিতে ফিরে আসা যায়। এভাবেই এই গ্রন্থটিতে তিনটি পথের সমন্বয় সাধিত হয়েছে বহু মনীষীর মতামতের সমর্থনে।   শ্রীচৈতন্য শ্রীরামকৃষ্ণ কথা। ডঃ অমৃতকুমার নন্দী। কমলিনী। ২০২১। ১২৫ টাকা। শ্রীচৈতন্যের আবির্ভাবের প্রায় সাড়ে তিনশো বছর পরে আবির্ভূত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, যদিও মহাকালের প্রে‌ক্ষাপটে এই সময়ের ব্যবধান অল্পই। গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ অবতারপুরুষের আবির্ভাবের যে সম্ভাবনার কথা জানিয়েছেন, সেই আবির্ভাবের নানান কারণের মধ্যে একটি ছিল প্রতি যুগে মানুষের ধর্মাচরণের পথনির্দেশ করা। বস্তুতপক্ষে শ্রীচৈতন্য ও শ্রীরামকৃষ্ণের আবির্ভাবে বিশ্ববাসী মহাজীবনের সন্ধান পেয়েছে। এই দুই যুগপুরুষের নির্দেশিত পথ ও মতের তত্ত্বকথার নির্যাসটুকু নিয়েই এই গ্রন্থ-পরিকল্পনা। ধর্মের নামে পারস্পরিক ঝগড়া, বিবাদ, নিন্দামন্দের ঊর্ধ্বে মানুষের মধ্যকার চিরন্তন মনুষ্যত্বের যে-জয়গান তাঁরা তাঁদের জীবন ও কর্মের মাধ্যমে আমাদের সামনে উদাহরণস্বরূপ রেখে গেছেন—তাতে আজকের মানুষ বাঁচার নতুন দিশা খুঁজে পেয়েছে। শ্রীরামকৃষ্ণ শাক্ত, তন্ত্র, বৈষ্ণব, অদ্বৈতবাদ প্রভৃতি মত ও পথে সাধনার শেষে সারসত্য দিয়ে গেছেন বিশ্ববাসীকে—‘যত মত তত পথ’। যে যার পথে এগিয়ে গেলে পাবে চন্দনগাছের বন, তামার খনি, রুপোর খনি, শেষে সোনার খনি অর্থাৎ ধাপে ধাপে পৌঁছে যাবে তার অভীষ্ট ল‌ক্ষ্যে। স্বল্প পরিসরে গ্রন্থকার শ্রীকৃষ্ণ, শ্রীচৈতন্য ও শ্রীরামকৃষ্ণের বাণীগুলির পারস্পরিক ঐক্যের জায়গাগুলিকে সুনিপুণভাবে তুলে ধরেছেন।  শ্রীমা সারদা দেবীর দিব্য জীবন চরিত। স্বামী দেবেশ্বরানন্দ। সাহিত্য লোক। ২০২২। ১০০ টাকা। শ্রীমা সারদাদেবী সম্পর্কে নিবেদিতা...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in