পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের ১৯ নম্বর ওয়ার্ড বা কিশোরনগর মৌজায় …

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের ১৯ নম্বর ওয়ার্ড বা কিশোরনগর মৌজায় (মৌজা নং ২৬৫) রয়েছে সাবেক মাজনামুঠা রাজবংশের রাজধানী কিশোরনগর গড়। রাজগড়ের পশ্চিমদিকে অবস্থিত মাজনা পুকুরের নামে এই জমিদারির নামকরণ মাজনামুঠা হয়েছিল, না কি মাজনামুঠা রাজত্বের নামে পুকুরটির নাম রাখা হয়েছিল—সেকথা আজ আর জানা যায় না। ‘মুষ্টি’ থেকে ‘মুঠা’ শব্দটি এসেছে, যার আভিধানিক অর্থ ‘সমষ্টি’। প্রকৃতপক্ষে মাজনামুঠা ছিল—মাজনামুঠা, দোরো দুবনান, নাড়ুয়ামুঠা, কসবা হিজলি, ইড়িঞ্চি, হাঁসিয়াবাদ, নয়াবাদ, শরিফাবাদ, আমিরাবাদ, বালিজোড়া, পটাশপুর এবং কিস মৎসীপুর—এই বারোটি পরগনার সমষ্টি। অর্থাৎ মাজনা জমিদারির অন্তর্গত পরগনার সমষ্টি অর্থে ‘মাজনামুঠা মহাল’ শব্দটির উদ্ভব। জমিদারি পত্তনের পূর্বে এই অঞ্চলটি ছিল হিজলির তাজ খাঁ মসনদ-ই আলির রাজ্যভুক্ত খাসতালুক। এহেন তাজ খাঁ ছিলেন হিজলির সর্বশ্রেষ্ঠ শাসক, যাঁর রাজত্বকাল ছিল ১৬৪৯ থেকে ১৬৫১ খ্রিস্টাব্দ। তাঁর মৃত্যুর পর পুত্র বাহাদুর খাঁ রাজত্ব লাভ করেন। তাঁর সঙ্গে সুজার সুসম্পর্ক ও হৃদ্যতা ছিল, ফলে ঔরঙ্গজেব ও সুজার যুদ্ধে বাদশাহি সৈন্য হিজলি আক্রমণ করে ১৬৬২ খ্রিস্টাব্দে। হিজলিতে মোঘল কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলে সমস্ত রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করে মাজনামুঠা এস্টেটের জন্ম হয়। দ্বারকাদাস চৌধুরী এই এস্টেটের সুবেদার নিযুক্ত হন। তাঁর পূর্বপুরুষের বাস ছিল ভগবানপুরের কিশোরপুরে। সেখানেই প্রতিষ্ঠিত ছিল তাঁদের কুলদেবতা কিশোর জীউ। কিশোরপুর থেকে মাজনামুঠায় চৌধুরীদের ভদ্রাসন স্থানান্তরের সময় কুলদেবতার নামেই এই জায়গার নামকরণ করা হয় ‘কিশোরনগর’। তৎকালীন হিজলির কালেকটরেট ক্রোমলিন সাহেব লিখেছেন—ভীমসেন মহাপাত্রের মৃত্যুর পর হিজলির জমিদারি জলামুঠা ও মাজনামুঠাতে বিভক্ত হয় এবং এর কর্তৃত্বভার পান যথাক্রমে ব্রাহ্মণ কৃষ্ণ পণ্ডা ও রাজকর্মচারী ঈশ্বরী পট্টনায়ক। ভীমসেন ছিলেন ‘মছলন্দি’ রাজা তাজ খাঁয়ের দেওয়ান। অন্যদিকে ও’ম্যালি সাহেবের মতে, বাহাদুর খাঁয়ের মৃত্যুর পর তাঁর দেওয়ান ও সর্দার মাজনামুঠা ও জলামুঠার ক্ষমতা লাভ করেন। তবে তিনি এই দুই রাজকর্মচারীর নাম উল্লেখ করেননি। সে যাই হোক, বেলি ও ক্রোমলিন ১৮১৬-র ৩১ জানুয়ারি মাজনামুঠা রাজবংশের যে-বংশলতিকা উদ্ধার করেছিলেন তাতে ঈশ্বরী পট্টনায়ককে মাজনামুঠার প্রতিষ্ঠাতা বলা হয়েছে। সেখানে তিনি ১৫৮৪ খ্রিস্টাব্দকে ঈশ্বরী পট্টনায়কের...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in