তিন খণ্ডে প্রকাশিত বর্তমান গ্রন্থটি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহান জীবনের
ঈশ্বরের সংসার (তিন খণ্ড)রামরঞ্জন রায়প্রকাশক :১ম খণ্ড : সুকুমার দে২য়, ৩য় খণ্ড : সহযাত্রী৮ পটুয়াটোলা লেনকলকাতা-৭০০০০৯২০০.০০ (১ম খণ্ড)২৫০.০০ (২য় খণ্ড)২০০.০০ (৩য় খণ্ড) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে বলেছিলেন : “উত্তর ভারতে আমার বয়সের এমন একজন লোক নাই, যাহার উপর তাঁহার প্রভাব না পড়িয়াছে!” স্বামীজী তাঁকে বিধবাবিবাহ প্রবর্তনকারী ও বাল্যবিবাহ রোধকারী মহাবীর বলে নিবেদিতার কাছে উল্লেখ করেন। রবীন্দ্রনাথ তাঁর সম্পর্কে লিখেছিলেন : “বিদ্যাসাগরের জীবনবৃত্তান্ত আলোচনা করিয়া দেখিলে এই কথাটি বারম্বার মনে উদয় হয় যে, তিনি যে বাঙালি বড়োলোক ছিলেন তাহা নহে, তিনি যে রীতিমত হিন্দু ছিলেন তাহাও নহে—তিনি তাহা অপেক্ষাও অনেক বেশি বড়ো ছিলেন, তিনি যথার্থ মানুষ ছিলেন। বিদ্যাসাগরের জীবনীতে এই অনন্যসুলভ মনুষ্যত্বের প্রাচুর্যই সর্বোচ্চ গৌরবের বিষয়। তাঁহার সেই পর্বতপ্রমাণ চরিত্রমাহাত্ম্যে তাঁহারই কৃত কীর্তিকেও খর্ব করিয়া রাখিয়াছে।” তিন খণ্ডে প্রকাশিত বর্তমান গ্রন্থটি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহান জীবনের উপন্যাস-রূপ। লেখক তথ্য ও কল্পনার সাহায্যে সুনিপুণভাবে পাঠকের সামনে তা উপস্থাপিত করেছেন। বিদ্যাসাগরের মতো কর্মবীরের জীবন বহুবিধ কর্মের সমাহারে গঠিত। এই গ্রন্থে তাঁর মহৎ জীবনের গুরুত্বপূর্ণ প্রায় সবদিক ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়েছে, যা পাঠককে অনাবিল আনন্দ দেবে। বইটির ভাষা প্রাঞ্জল, সুখপাঠ্য। আরেকটি বিষয় সবিশেষ উল্লেখ্য। তদানীন্তন সমাজব্যবস্থা—সে গ্রামসমাজ বা শহুরের সমাজ যাই হোক, এই দুইয়ের একটি প্রাসঙ্গিক পরিচয় পাঠকের দৃষ্টি এড়াবে না। শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরকে অনেক প্রতিকূল শক্তির বিরুদ্ধে কাজ করতে হয়েছিল। সেই বিবরণগুলিও এই উপন্যাসে উঠে এসেছে। যে অদম্য তেজ ও দৃঢ়তা তাঁর কর্মধারায় প্রকাশিত হয়েছিল তার পরিচয় আমরা এই গ্রন্থে পাই। তাঁর অনেক গুরুত্বপূর্ণ চিঠিও প্রসঙ্গক্রমে স্থান পেয়েছে, যা এই গ্রন্থকে পূর্ণতা দিয়েছে।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
