১৯৮০ সালে আমি উদ্বোধন পত্রিকায় কাজ করার সুযোগ পেয়েছিলাম। তখন পত্রিকার সম্পাদক ছিলেন পূজনীয় স্বামী ধ্যানানন্দ আর অধ্যক্ষ ছিলেন পূজনীয় স্বামী হিরণ্ময়ানন্দ। আমি তখন ব্রহ্মচারী। স্বামী হিরণ্ময়ানন্দকে দেখতাম খুব পড়াশোনা করতে। তিনি ভাল লেখক ছিলেন।

১৯৮০ সালে আমি উদ্বোধন পত্রিকায় কাজ করার সুযোগ পেয়েছিলাম। তখন পত্রিকার সম্পাদক ছিলেন পূজনীয় স্বামী ধ্যানানন্দ আর অধ্যক্ষ ছিলেন পূজনীয় স্বামী হিরণ্ময়ানন্দ। আমি তখন ব্রহ্মচারী। স্বামী হিরণ্ময়ানন্দকে দেখতাম খুব পড়াশোনা করতে। তিনি ভাল লেখক ছিলেন। স্বামী ধ্যানানন্দ ছিলেন কড়া ধাতের সম্পাদক। তিনি প্রথম দিনেই আমাকে বললেন: “প্রুফ দেখবে খুব ভাল করে। একটাও যেন ভুল না থাকে।” আর বলতেন: “লেখার মধ্যে উদ্ধৃতিগুলো ভাল করে দেখবে, যাতে একটাও ভুল না থাকে।” আমি ভাবলাম, উদ্বোধন পত্রিকাতে তো বড় বড় শিক্ষিত পণ্ডিতরা লেখেন, তাঁদের ভুল হয়? কয়েক দিনের মধ্যেই তার প্রমাণ পেলাম। এক সংস্কৃতজ্ঞ পণ্ডিত তন্ত্রের ওপর একটি প্রবন্ধ লেখেন। সম্পাদক মহারাজ আমাকে বললেন: “ভাল করে বইয়ের সঙ্গে মিলিয়ে দেখ উদ্ধৃতিগুলো ঠিক আছে কি না।” আমি মহারাজকে বললাম—উনি কলেজে সংস্কৃত পড়ান, তাঁর কী করে ভুল হবে? তাঁর লেখা আবার মিলিয়ে দেখতে হবে? সম্পাদক মহারাজ বললেন: “মিলিয়ে দেখ, কেন আমি বলছি তা বুঝতে পারবে।” ভাল করে দেখতে গিয়ে দেখি, প্রচুর ভুল আছে—বানান ভুলের সঙ্গে তত্ত্বেরও। অবাক হয়ে গেলাম! তারপর থেকে খুবই সতর্ক হলাম। এটি আমার প্রথম শিক্ষা। পূজনীয় স্বামী হিরণ্ময়ানন্দ মুম্বাই গেলেন আর উদ্বোধন-এ অধ্যক্ষরূপে এলেন পূজনীয় স্বামী নিরাময়ানন্দ। তিনি একসময় উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি সাহিত্যিকও বটে। তিনি এসে আমাকে বললেন: “হাতে কলম পেয়েই কি লেখা কাটবে? দেখ, লেখা আগে পড়বে, তারপর বিচার করবে—লেখা কাটলে ভাল হবে, না আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে? ভাল হলে কাটবে। না হলে একদম লেখাতে হাত দেবে না। বানান ভুল যেন একদম না থাকে, একেবারে নির্ভুল করার চেষ্টা করবে।” তিনি আরেকটি কথা বলেছিলেন, তা আজও আমার মনে আছে। তিনি বলেছিলেন—উদ্বোধন-এর প্রথম সংখ্যায় স্বামীজীর উল্লিখিত আলোচ্য বিষয়গুলি লক্ষ্য করতে, যথা—ধর্মনীতি, সমাজনীতি, দর্শন, বিজ্ঞান, কৃষি, শিল্প, সাহিত্য, ইতিহাস, ভ্রমণ প্রভৃতি। এগুলি দেখলে মনে হয়— উদ্বোধন পত্রিকার উদ্দেশ্য হলো ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ‘ধর্মনীতি’ বলতে স্বামীজী কী...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in