বিগত পঞ্চাশ বছর ধরে আমি উদ্বোধন-এর গ্রাহক এবং এই কারণে গত ১৫ জানুয়ারি ২০২৩ গিরিশ মঞ্চে এই অনন্য পত্রিকার ১২৫তম বর্ষে পদার্পণের

বিগত পঞ্চাশ বছর ধরে আমি উদ্বোধন-এর গ্রাহক এবং এই কারণে গত ১৫ জানুয়ারি ২০২৩ গিরিশ মঞ্চে এই অনন্য পত্রিকার ১২৫তম বর্ষে পদার্পণের দ্যুতিময় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত। বেলা তিনটের সময় বাগবাজার মোড়ে উপস্থিত হয়ে মুগ্ধ বিস্ময়ে ল‌ক্ষ্য করলাম, এক আনন্দের আবহ গিরিশ মঞ্চ ও সংলগ্ন অঞ্চলকে ঘিরে রেখেছে। উদ্বোধন চৈত্র সংখ্যার প্রতিবেদনে (‘আনন্দময় এক উদ্‌যাপন’) ঐ দিনের সমগ্র অনুষ্ঠানের নিখুঁত সচিত্র বর্ণনা অনুপস্থিত দর্শকদের উদ্বোধন-এর প্রতি আকর্ষণ বাড়াবে নিশ্চয়। গিরিশ মঞ্চের ভিতরটি এত সুন্দর করে সাজানো হয়েছে যে, মনে হলো যেন আমাদের মিশনের কেন্দ্রেই এসেছি! একটা সরকারি প্রে‌ক্ষাগৃহ কোন জাদুস্পর্শে যেন উদ্বোধনময় হয়ে গেছে! সভায় প্রবেশ করে চমকে গেলাম মঞ্চের অপূর্ব সজ্জা দেখে। আমাদের মঠ-মিশনের ধারাটিই এইরকম—ছিমছাম কিন্তু নয়নাভিরাম। অনুষ্ঠানে উপস্থিত সকল মহারাজ উদ্বোধন পত্রিকা প্রসঙ্গে তথ্যপূর্ণ ও উদ্দীপক বক্তব্য রেখে দর্শক-শ্রোতাদের মনে পরমের স্পর্শ দিয়েছেন। উদ্বোধন-এর প্রাক্তন সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজীর ভাষণ ছিল ব্যক্তিগত অভিজ্ঞতায় সম্পৃক্ত, যা সকলের কাছে অনাস্বাদিত আনন্দের ধারা হিসাবে উন্মোচিত হয়েছে। স্বামী সুবীরানন্দজী, স্বামী নিত্যমুক্তানন্দজী, স্বামী বলভদ্রানন্দজী এবং সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দজীর ভাবময় আলোচনায় ঋদ্ধ হয়েছেন সকলেই। সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর সহজাত রসবোধের পরিচয় দেন উদ্বোধন নিয়ে তাঁর বিভিন্ন অনুভূতির কথায়। বলা বাহুল্য, ভিন্নধর্মী ঐ ভাষণ সকলে উপভোগ করেছেন। স্বামী একচিত্তানন্দ, স্বামী কৃপাকরানন্দ এবং শান্তনু রায়চৌধুরীর সংগীত মুগ্ধ করেছে শ্রোতাদের। উদ্বোধন-সেবীদের দেওয়াল ঘড়ি উপহার দিয়ে এই বিশেষ দিনটিকে অনন্তের সময়সীমায় ধরে রাখার চেষ্টাও প্রণিধানযোগ্য। আগত প্রত্যেককে সুন্দর উপহার এবং টিফিন প্যাকেট দেখে মনে হলো—টিকিটের মূল্য হিসাবে যা নেওয়া হয়েছে, খরচ হয়েছে তার চেয়ে বেশি! উদ্বোধনের প‌ক্ষেই এটা সম্ভব। ঐদিন দুটি বিষয় আমার চিন্তাকে আচ্ছন্ন করেছিল—এক, গিরিশ মঞ্চে এই বিপুল ও সুশৃঙ্খল আয়োজন, প্রতি পদ‌ক্ষেপে আধ্যাত্মিক নান্দনিকতার নিদর্শন ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতা। দুই, দীর্ঘ অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সাফল্যের সাথে পরিচালনা করা। এর পিছনে যে শ্রম ও পরিকল্পনা রয়েছে তার জন্য সাধুবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে। ঐদিন প্রকাশিত উদ্বোধন ১২৫ :...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in