১৮৯৯ সালের ১৪ জানুয়ারি, ১ মাঘ ১৩০৫ বঙ্গাব্দ, শনিবার স্বামী বিবেকানন্দের স্বপ্ন-সম্ভূত উদ্বোধন প্রথম প্রকাশিত হয়েছিল।

কেন এই ‘প্রস্তাবনা’ ১৮৯৯ সালের ১৪ জানুয়ারি, ১ মাঘ ১৩০৫ বঙ্গাব্দ, শনিবার স্বামী বিবেকানন্দের স্বপ্ন-সম্ভূত উদ্বোধন প্রথম প্রকাশিত হয়েছিল। এই প্রথম সংখ্যার প্রথমেই স্বামী বিবেকানন্দ একটি প্রবন্ধ লিখেছিলেন। উল্লেখ্য, প্রবন্ধটির শিরোনাম হিসাবে ব্যবহৃত হয়েছিল একটি শব্দ: ‘প্রস্তাবনা’। সচেতন পাঠক নিশ্চয়ই বুঝতে পারবেন যে, সাধারণভাবে কোনো প্রবন্ধের শিরোনাম প্রস্তাবনা হতে পারে না। কারণ, ‘প্রস্তাবনা’ শব্দটি প্রচলিত ব্যবহারে একটি পারিভাষিক শব্দ। একটি প্রবন্ধের শিরোনাম দেওয়ার ক্ষেত্রে কেবল একটি পারিভাষিক শব্দ ব্যবহার সাধারণভাবে অপ্রচলিত পদ্ধতি৷ আমাদের জানা নেই যে, এই শিরোনামটি স্বয়ং স্বামী বিবেকানন্দ ব্যবহার করেছিলেন, নাকি উদ্বোধন-এর প্রথম সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দ এই শিরোনামটি বসিয়ে নিয়েছিলেন। কিন্তু সেই প্রথম প্রকাশের সময়কালীন যাবতীয় ঘটনাবলি বা প্রেক্ষাপট মনে রাখলে এবিষয়ে আমরা নিশ্চিত সিদ্ধান্ত করতে পারি যে, এই শিরোনাম প্রদান স্বামী বিবেকানন্দের সচেতন সম্মতিতেই ঘটেছিল। সুতরাং এই শিরোনামটি কেন দেওয়া হলো সেসম্পর্কে প্রয়োজনীয় দু-এক কথা আগে বলে নেওয়া দরকার। হরিচরণ বন্দ্যোপাধ্যায় ‘প্রস্তাবনা’ শব্দটির অর্থ করেছেন ‘আরম্ভ’, ‘ঘোষণা’, ‘প্রস্তাব’, ‘প্রসঙ্গ’ বা ‘নাটকে প্রারম্ভভাগ বা আমুখ’।১ অপরদিকে জ্ঞানেন্দ্রমোহন শব্দটির অর্থ নিরূপণে লিখছেন—‘অভিনয়ের প্রারম্ভিক প্রসঙ্গ’, ‘উপক্রম’, ‘আরম্ভ’।২ শব্দকল্পদ্রুমঃ নামক সংস্কৃত অভিধানগ্রন্থ ‘প্রস্তাবনা' শব্দের তাৎপর্য নির্ণয়ে আরেকটু বেশি অগ্রসর হয়েছে। সেখানে বলা হচ্ছে—“প্রস্তাবয়তি বিজ্ঞাপয়তি কার্যাদিকমিতি।” এছাড়াও ঐ গ্রন্থেই সাহিত্যদর্পণকারের বক্তব্যও তুলে ধরা হয়েছে। সেই বক্তব্যে নাট্যক্রিয়াতে ‘প্রস্তাবনা’ নামক একটি অংশ থাকার কথা উল্লেখ করে বিশ্বনাথ লিখেছেন—“চিত্ৰৈর্বাক্যৈঃ স্বকার্য্যোত্থৈঃ প্রস্তুতাক্ষেপিভির্মিথঃ। আমুখং তত্তু বিজ্ঞেয়ং নাম্না প্রস্তাবনাপি সা৷৷” বিশ্বনাথের উক্তি আসলে শব্দকল্পদ্রুমকারের মূল বক্তব্যকেই সমর্থন করছে।৩ তারানাথ তর্কবাচস্পতি মহাশয়ও ‘প্রস্তাবনা’ শব্দের অর্থে বৈয়াকরণ জটাধরের অনুসরণে ‘প্রারম্ভ’ শব্দটিকে গ্রহণ করেছেন।৪ সুতরাং দেখা গেল, ‘প্রস্তাবনা’ শব্দটি যখন পরিভাষা হিসাবে ব্যবহৃত হয়, তখন এটি কেবল ‘আরম্ভ’ অর্থে ব্যবহার না করে, কোনো বিশেষ কাজ শুরু করার সময় সেই কাজের বিষয়ে সকলকে জানানো হচ্ছে—এই তাৎপর্যেও ব্যবহৃত হয়েছে। বস্তুত, নাট্যক্রিয়ায় এই জাতীয় ব্যবহারেই ‘প্রস্তাবনা’ নামক বিষয়ের অবতারণা করা হয়েছিল। সেটি কেবল আমাদের দেশে নয়, প্রাচীন গ্রিক বা অন্যান্য বিদেশীয় নাট্যরীতিতেও...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in