১৯৭২-এর পর আবার ২০২৪। মাঝে ৫২ বছরের ব্যবধান। নাসা ঘোষণা করল ‘আর্টেমিস-২ মুন মিশন’—চারজন নভশ্চরকে নিয়ে মহাকাশযান পাড়ি দেবে চাঁদের উদ্দেশে।

১৯৭২-এর পর আবার ২০২৪। মাঝে ৫২ বছরের ব্যবধান। নাসা ঘোষণা করল ‘আর্টেমিস-২ মুন মিশন’—চারজন নভশ্চরকে নিয়ে মহাকাশযান পাড়ি দেবে চাঁদের উদ্দেশে। গ্লোভার, ওয়াইসম্যান, হ্যান্সেন ও কোচ নাসার চার নভশ্চর ক্রিশ্চিনা কোচ, ভিক্টর গ্লোভার, রেইড ওয়াইসম্যান এবং কানাডার জেরেমি হ্যান্সেন এই মিশনের জন্য নির্বাচিত হয়েছেন। কিন্তু কী কারণে এই মিশন এত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে? এই মিশনে চাঁদের দিকে তাঁরা যে যাত্রা করবেন, সেই যাত্রা মানুষের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ‘স্পেস ট্র্যাভেল’ বা মহাকাশ-যাত্রা বলে বিবেচিত হবে। প্রথমবার চাঁদের বুকে মানুষের পায়ের চিহ্ন পড়েছিল ১৯৬৯-এর জুলাই মাসে। সেবার চাঁদের ওপর হেঁটেছিলেন নিল আর্মস্ট্রং আর এডউইন অলড্রিন। ‘লুনার মডিউল’-এ চাঁদ প্রদক্ষিণ করছিলেন তৃতীয় ব্যক্তি মাইকেল কলিন্স। নাসা শেষবার চাঁদের বুকে যে-রকেট পাঠিয়েছিল, সেটি অ্যাপোলো-১৭। তাতে ছিলেন তিনজন—রন এভান্স, কম্যান্ডার ইউজিন সার্নান এবং ভূতত্ত্ববিদ হ্যারিসন স্মিট। প্রথম চন্দ্রাবতরণ ১৯৬৯ হোক বা শেষ অভিযান ১৯৭২ হোক, সকলেই ছিলেন পুরুষ। কিন্তু এবারের অভিযানে চারজনের দলটিতে রয়েছেন একজন নারী—ক্রিশ্চিনা কোচ। তাঁরা সম্প্রতি একটি ট্রেনিং প্রোগ্রামে অংশ নেবেন, যেটি চলবে আঠেরো মাস। নভেম্বর ২০২৪ নাগাদ আর্টেমিস-২ পৃথিবীর কক্ষ ছাড়িয়ে চাঁদের দিকে পাড়ি দেবে—এমনই কথা রয়েছে। এই আঠারো মাসের প্রশিক্ষণে নভশ্চররা শিখবেন কী? মহাকাশযানের মধ্যে কীভাবে হাঁটাচলা করতে হয়, থাকতে হয়, খাবার খাওয়া থেকে শুরু করে নিত্যদিনের কাজকর্ম করতে হয়—সেই সবকিছু। এই প্রশি‌ক্ষণ চলবে হিউস্টনে ‘Neutral Buoyancy Lab’ বা সংক্ষেপে ‘NBL’-এ। সেখানে ৪০ ফুট গভীর এবং ২৩.৫ মিলিয়ন লিটারের একটি পুল তৈরি হয়েছে, যা কার্যত ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন’ (ISS)-এর রেপ্লিকা। এছাড়া কার্যত প্রায়ান্ধকারে কীভাবে চাঁদের উপরিতলে স্পেস স্যুট পরে হাঁটতে হয়, কোনো একটি বিশেষ দিকে পৌঁছে কোনো জিনিস সংগ্রহ করতে হয়—সেসবও আছে। আর্টেমিস-২ পৌঁছাবে চাঁদের দক্ষিণমেরুতে—এমনই ঠিক আছে। অ্যাপোলোর সময় থেকে নভশ্চরদের জিওলজি এবং জিওপ্ল্যানেট্রি সায়েেন্সর বিপুল চর্চা ও প্রশিক্ষণ নিতে হতো। ছয় এবং সাতের দশকে এইসব প্রশিক্ষণের মাধ্যমে নভশ্চরদের চাঁদ বা অন্য গ্রহের টোপোগ্রাফি এবং সেখানকার নানা বৈজ্ঞানিক...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in