আশিস খাস্তগীর সম্পাদিত দেবেন্দ্রনাথ ঠাকুর : আত্মজীবনী (প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২০) ও দেবেন্দ্রনাথ ঠাকুর : চিঠিপত্র (প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২২) বই-দুটি প্রায় সমসাময়িক।

আশিস খাস্তগীর সম্পাদিত দেবেন্দ্রনাথ ঠাকুর : আত্মজীবনী (প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২০) ও দেবেন্দ্রনাথ ঠাকুর : চিঠিপত্র (প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২২) বই-দুটি প্রায় সমসাময়িক। দেবেন্দ্রনাথ ঠাকুর : আত্ম-জীবনী বইটিতে রয়েছে দেবেন্দ্রনাথের ২১ (১৮৩৮) থেকে ৪১ (১৮৫৮) বছর বয়সের বিবরণ। বইটি কয়েকটি স্তরে বিন্যস্ত—‘ভূমিকা’, ‘আত্মজীবনী’, ‘পরিশিষ্ট’, ‘স্মৃতিচিত্র’, ‘গ্রন্থপঞ্জি’ ও ‘শব্দসূচি’। ৩৯টি পরিচ্ছেদে আত্মজীবনী অংশটি বিন্যস্ত হয়েছে। বইয়ের গোড়াতেই রয়েছে ভূমিকা। আত্মজীবনী রচনার সময় দেবেন্দ্রনাথের বয়স ছিল ৭৮। যদিও এই আত্মকথনের শেষ অংশ অনুলিখন করেছিলেন প্রিয়নাথ শাস্ত্রী। পরে তাঁরই সম্পাদনায় দেবেন্দ্রনাথের আত্মকথার প্রথম দুটি সংস্করণ মুদ্রিত হয়। ৮৮ বছর জীবৎকালের মধ্যে কেন দেবেন্দ্রনাথ তাঁর জীবনের একটি বিশেষ পর্বকেই বেছে নিলেন কিংবা ১৮৫৮-এর পরবর্তী দেবেন্দ্র-জীবনকথা কেন আত্মকথনে স্থান পেল না, তার যুক্তিসম্মত ব্যাখ্যা দিয়েছেন সম্পাদক আশিস খাস্তগীর। দেবেন্দ্রনাথের আত্মজীবনীর চারটি সংস্করণের মধ্যে বিশ্বভারতী থেকে প্রকাশিত ও সতীশচন্দ্র চক্রবর্তী সম্পাদিত তৃতীয় সংস্করণের পাঠই গৃহীত হয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর : আত্মজীবনী–তে। তবে গ্রন্থনাম নির্বাচনে সম্পাদক চতুর্থ সংস্করণের গ্রন্থনামের অনুবর্তন করেছেন। এই চারটি সংস্করণ কোন কোন দিক থেকে পরস্পর ভিন্ন, তারও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সম্পাদক। আসলে আত্মকথনে দেবেন্দ্রনাথ নিজের জীবনের বিশেষ কিছু দিক তুলে ধরতে চেয়েছেন। বাদ পড়েছে বিতর্কিত ও সমালোচিত প্রসঙ্গগুলি। জমিদার, সংগঠক কিংবা পরিবার-পরিচালক প্রভৃতি নানা সত্তার মধ্যে ঈশ্বরসন্ধানী দেবেন্দ্রনাথই আত্মকথায় প্রাধান্যলাভ করেছেন। এই গ্রন্থের পরিশিষ্টে দেবেন্দ্রনাথের ভ্রমণপঞ্জির প্রথম পর্বের উল্লেখ থাকলেও দ্বিতীয় পর্বের উল্লেখ রয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর : চিঠিপত্র বইয়ের ‘সম্পাদকীয় সংযোজন’ অংশে। দেবেন্দ্রনাথ ঠাকুর : আত্মজীবনীআশিস খাস্তগীরসোপানজয়জিৎ মুখোপাধ্যায়বিধান সরণি, কল-৬৪৫০.০০ আশিস খাস্তগীর সম্পাদিত অন্য বই দেবেন্দ্রনাথ ঠাকুর : চিঠিপত্র ৭টি অংশে বিন্যস্ত—‘ভূমিকা’, ‘কালানুক্রমিক সটীক চিঠিপত্র’, ‘সম্পাদকীয় সংযোজন’, ‘বিবিধ’, ‘পরিশিষ্ট’, ‘গ্রন্থপঞ্জি’ ও ‘শব্দসূচি’। এযাবৎকাল দেবেন্দ্রনাথের চিঠিগুলি ছিল বিক্ষিপ্তভাবে। যেমন মহর্ষির লেখা ১৪৬টি চিঠিপত্রের প্রথম সম্পাদনা করেছিলেন প্রিয়নাথ শাস্ত্রী। এছাড়াও তত্ত্ববোধিনী পত্রিকা, প্রবাসী, ভারতবর্ষ, বিশ্বভারতী, রবীন্দ্রবীক্ষা ইত্যাদি পত্র-পত্রিকায় নানা সময়ে মহর্ষির লেখা চিঠিপত্র মুদ্রিত হয়েছে। মুদ্রিত হয়েছে অরবিন্দ মিত্র ও অসীম আমেদের সম্পাদনায় রাজনারায়ণ বসুকে লেখা দেবেন্দ্রনাথের ১০০টি চিঠি। নানা গ্রন্থ ও পত্র-পত্রিকায়...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in