আগরতলার রামকৃষ্ণ মঠ ও মিশন, বিবেকনগর

আগরতলার রামকৃষ্ণ মঠ ও মিশন, বিবেকনগর কেন্দ্র সম্প্রতি এক নতুন অধ্যায়ের সূচনা করল—উদ্বোধন পত্রিকার প্রচার ও প্রসারে এক ব্যতিক্রমী ও সুসংগঠিত কর্মসূচি গ্রহণের মাধ্যমে। ১ ও ৩ অগস্ট ২০২৫—দুদিনব্যাপী এই অনুষ্ঠান ছিল সময়োপযোগী ও সুচিন্তিত। রামকৃষ্ণ মিশনের ইতিহাসে এ এক অভিনব প্রয়াস। স্বাগত-ভাষণ প্রদানরত স্বামী শুভকরানন্দ প্রথম দিন সচেতনতা-ভিত্তিক আলোচনা-সভায় প্রায় ৬০০ জন অনুরাগী অংশগ্রহণ করেন। আলোচনার মূল বিষয় ছিল—‘দৈনন্দিন জীবনের উৎকর্ষতায় উদ্বোধন-এর অবদান’। অনুষ্ঠানটি রামকৃষ্ণ মিশন, বিবেকনগরের উপকেন্দ্র গাঙ্গাইল রোড আশ্রমে আয়োজিত হয়। সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে সন্ন্যাসী, অনুরাগী ও ভক্তদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। সন্ন্যাসীদের বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সভার সূচনা হয়। পরে স্বামী বুদ্ধিরূপানন্দের উদ্বোধনী সংগীত পরিবেশন এবং অতিথিবরণের পর স্বাগত-ভাষণে আশ্রমাধ্যক্ষ স্বামী শুভকরানন্দ উদ্বোধন পত্রিকার সামাজিক ও আধ্যাত্মিক ভূমিকাটি তুলে ধরেন। এরপর বক্তব্য রাখেন মায়ের বাড়ী, বাগবাজারের স্বামী আর্যেশানন্দ। উদ্বোধন পত্রিকার উদ্দেশ্য সকলের সামনে তুলে ধরে তিনি বলেন, স্বামী বিবেকানন্দের ভাবধারাই এই পত্রিকার প্রেরণা। প্রাচ্যের সত্ত্বগুণ ও পাশ্চাত্যের রজোগুণের সুষম মিলন ঘটানো এই পত্রিকার মূল লক্ষ্য। এর পরে উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দ তাঁর বক্তব্যে স্বামী বিবেকানন্দ ও স্বামী ত্রিগুণাতীতানন্দের বাণী উদ্ধৃত করে বলেন, উচ্চ বেদান্ত-ভাবনাগুলিকে সাধারণের বোধগম্য করে উপস্থাপন করাই এই পত্রিকার লক্ষ্য। তিনি আরো বলেন, উদ্বোধন শুধু একটি ধর্মপত্র নয়—বরং শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উৎকর্ষসাধনের এক গঠনমূলক মাধ্যম। এই পত্রিকা সমাজে শুধুই ইতিবাচক ভাবনা ছড়িয়ে দিতে প্রয়াসী। তিনি সকলকে উদ্বুদ্ধ করে বলেন—পত্রিকার বিষয়বস্তু গৃহস্থ জীবনের কল্যাণ, মানসিক উন্নতি ও চেতনার জাগরণে সহায়ক। এই দিন সভাপতির আসন অলংকৃত করেন রামকৃষ্ণ মঠ, মায়ের বাড়ীর অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। সভাপতির সংক্ষিপ্ত ভাষণে তিনি উদ্বোধন পত্রিকার প্রচার ও প্রসারে এমন উদ্যোগ নেওয়ার জন্য আগরতলা রামকৃষ্ণ মিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের কোনো শাখাকেন্দ্রের এমন সাধুপ্রয়াস বাস্তবিক অভূতপূর্ব। এজন্য আন্তরিকভাবে আশ্রমের অধ্যক্ষের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন স্বামী সুনিশ্চিতানন্দ। ‘রামকৃষ্ণ...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹120/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in