প্রার্থনার পাশে বিনম্র-অশ্রু এসে বসেন!
যেন সকালবেলার স্নিগ্ধ বেলফুল,

প্রার্থনার পাশে বিনম্র-অশ্রু এসে বসেন! যেন সকালবেলার স্নিগ্ধ বেলফুল,প্রসন্ন-বাতাসে মিশে আছে তাঁর নির্জন-সুবাস! কিংবা, কবেকার সেই নীরদবরনী হাইস্কুলের অংশুমান স্যার,পাটভাঙা সাদা ধুতি-পাঞ্জাবি পরেলাভ-ক্ষতির অঙ্ক শেখাচ্ছেন—এইট বি-র ক্লাসে…!সোনাঝুরি-ইউক্যালিপটাস গাছের ফঁাক দিয়েঝরে পড়া শীতের রোদ্দুরের মতো—চুঁইয়ে পড়ছে তাঁর অপত্য নরম-স্নেহ…

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in