কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ‌ক্ষেত্রে নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূল ধারার অর্থনীতি থেকে দীর্ঘদিন নৈতিকতা

কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ‌ক্ষেত্রে নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূল ধারার অর্থনীতি থেকে দীর্ঘদিন নৈতিকতা উপেক্ষিত ছিল; কিন্তু বর্তমানে বিবর্তনীয় মনোবিজ্ঞান, বিবর্তনীয় ‘Game Theory’ ক্রমশই জোর দিচ্ছে পরার্থপরতা, সততা ও মানবিক সহানুভূতির ওপর। বলাই বাহুল্য, এগুলি যেকোনো সমাজের কল্যাণসাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক সমৃদ্ধি ও উন্নয়ন এগুলি ব্যতীত ধরে রাখা যথেষ্ট কঠিন। অ্যাডাম স্মিথ The Wealth of Nations-এ অর্থনীতির কেন্দ্রীয় উপপাদ্য হিসাবে প্রণয়ন করেছিলেন ‘অদৃশ্য হাত’ তত্ত্বের। এই তত্ত্বের মূল বিষয় হলো—সমাজে প্রত্যেকে যদি তার নিজের স্বার্থানুরূপ কাজ করে, তবে সেই সমাজেও সামগ্রিকভাবে কর্ম সম্পাদিত হবে এবং সমাজ তার সর্বোৎকৃষ্ট রূপে বিকশিত হবে। এটি অর্থনীতিতে এক বদ্ধমূল ধারণার জন্ম দিয়েছিল—মানুষ যত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে কাজ করবে, অর্থনীতি ততই শক্তিশালী ও লাভবান হবে; নিজের জন্য আমরা যত বেশি কাজ করব, ততই ঐ ‘অদৃশ্য হাত’ বিপণনের বাজারে নিয়ে আসবে এক অমোঘ শৃঙ্খলা এবং বাজারও পণ্যসামগ্রীর সর্বোত্তম উৎপাদন ও সরবরাহ করতে সক্ষম হবে। কিন্তু এটি স্মিথের বইয়ের মূল প্রতিপাদ্য বিষয় নয়; বলা যেতে পারে, যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন স্মিথ, তার একটি ছিল এটি। কিন্তু অনেকেই এই উপপাদ্যটির গুরুত্ব উপলব্ধি করতে পারেনি, কারণ স্মিথ এ নিয়ে বিস্তারিত আলোচনার পরিবর্তে এনেছেন প্রসঙ্গান্তর—নৈতিকতার গুরুত্ব এবং মানবিকতার গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন তাঁর বইতে। ভারত সরকারের উপদেষ্টা হিসাবে কাজ করার সময়ে বিশ্বাস করতাম, শুধুমাত্র সঠিক নীতিই (যেমন রাজস্বনীতি, মুদ্রানীতি, শুল্কের হার বা যেকোনো প্রামাণ্য নীতি) একটি দেশকে উন্নত করতে পারে না; মাঝারি এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি সমাজের সামাজিক, সাংস্কৃতিক, আচরণগত এবং মনস্তাত্ত্বিক শিকড়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস এবং সমাজ ‘অ্যানোনিমাস ট্রাস্ট’ (Anonymous Trust)—সহজ কথায়, সকল নাগরিকের প্রতি একটা সহজ স্বাভাবিক বিশ্বাসের পরিসর যদি থাকে তবে সেই সমাজ বেশি কর্মক্ষম হয়ে ওঠে; অন্যথায়—অর্থনীতির ক্ষেত্রে সমাজের কর্মপদ্ধতি আরো দুর্বল হয়ে যায়। এদেশে বন্ধু এবং পারিবারিক আত্মীয়-পরিজনদের মধ্যে বিশ্বাস থাকলেও অ্যানোনিমাস ট্রাস্টের উপস্থিতি কম। অন্যদিকে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে বা জাপানে...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in