অরূপ তুমি রূপ ধরে কি ভুলাবে মোর চিত্তখানি?
অনন্ত তোর রূপের খেলা আছে বন্ধু
অরূপ তুমি রূপ ধরে কি ভুলাবে মোর চিত্তখানি?অনন্ত তোর রূপের খেলা আছে বন্ধু জানি জানি।অসীম তোমার আসনখানি ভুবনজোড়া আছে পাতা,মায়ার ফাঁদে মনভ্রমরা বিষয় খোঁজে হেথাহোথা। এমন সাধের মানবজীবন পাওয়ার আশায় যায় যে কেটে,সব জনমের সেরা জনম বৃথায় কি হায় যাবে ছুটে?তাই খুঁজেছি জ্ঞানের আলোয় ভোগের পরে আর কী আছে,যেথায় পাব শান্তি সুধা চিরন্তনের পরশ মাঝেঅতীন্দ্রিয় সুখের জগৎ আনন্দেরই রসেবশে,নিত্য সেথায় অমৃতরস দিব্যধামের আশেপাশে। সেই পাওয়াটাই পরম পাওয়া, চাওয়ার কিছু নাইকো বাকি,ত্রিতাপজ্বালা দূরে যাবে, পরম সুখে সদা থাকিসেই লক্ষ্যে সাধন ভজন—অরূপ তোমার ব্যাপাশ্রয়,তোমার কৃপায়, শাশ্বতপদ, পাব তোমার হয়ে প্রিয়।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
