আলোচ্য গ্রন্থে লেখক দিলীপকুমার নাহা কথামৃত-এর প্রেক্ষাপটে উপস্থাপিত তৎকালীন
কথামৃতের দর্পণে সমকালীন বাংলার সমাজ ও সংস্কৃতিদিলীপ কুমার নাহাপ্রকাশক : দেবাশিস ভট্টাচার্যবঙ্গীয় সাহিত্য সংসদ৬/২ রমানাথ মজুমজার স্ট্রিট কলকাতা-৭০০০০৯৩০০.০০ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত শুধু অবতারের বাণী নয়, আমাদের সংস্কৃতি ও জীবনবোধের দর্পণ। এই গ্রন্থ শ্রীরামকৃষ্ণের অমৃতবাণী ছাড়াও শ্রীম-র গভীর বিশ্লেষণ ক্ষমতা ও পর্যবেক্ষণ শক্তির পরিচয় পাই। আলোচ্য গ্রন্থে লেখক দিলীপকুমার নাহা কথামৃত-এর প্রেক্ষাপটে উপস্থাপিত তৎকালীন সমাজজীবন ও সংস্কৃতির ধারা ও বৈশিষ্ট্যকে আলোচনা করেছেন কয়েকটি মূল্যবান প্রবন্ধে। প্রবন্ধগুলি উদ্বোধন পত্রিকায় একসময় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে জনপ্রিয় হয়েছিল। সেগুলি আরো পরিমার্জিত করে এবং কয়েকটি বিষয় সংযোজিত করে এই গ্রন্থটি প্রকাশ করা হয়েছে। লেখক যে-বিষয়গুলির প্রতি আলোকপাত করেছেন, সেগুলি হলো—তৎকালীন জমিদারদের জীবনচিত্র, কেরানিদের জীবনধারা, জাতিভেদ প্রথা, যাত্রা, কথকতা, কীর্তন, ধর্মীয় প্রসঙ্গ, চাকরিজীবীদের বিড়ম্বনা, লোকায়ত জীবন-জীবিকার কথা, বিনোদন, পূজাপার্বণ, খাদ্যবস্তু, নাগরিক জীবনের উপকরণ, নৈতিক অবক্ষয়ের উপাদান, চিকিৎসা পরিস্থিতি ইত্যাদি। দুই মলাটের মধ্যে এমন বিভিন্ন আকর্ষণীয় বিষয় মনোগ্রাহী ভাষায় পরিবেশিত হওয়ায় পাঠকগণ চমকিত হবেন এই ভেবে যে, শ্রীম অবতারপুরুষের অমিয় বাণী সংকলনের পাশাপাশি সমকালীন সমাজকে কী অপূর্ব মুনশিয়ানায় ধরে রেখেছেন। গ্রন্থটি নিঃসন্দেহে আমাদের সমৃদ্ধ করল।
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
