শান্তিনিকেতন থেকে ২ আশ্বিন ১৩৪৪ [শনিবার 18 Sep 1937] তারিখে পত্রাকারে লিখিত বিশ্বপরিচয় গ্রন্থের ভূমিকায় সত্যেন্দ্রনাথ বসুকে রবীন্দ্রনাথ লিখেছেন :

শান্তিনিকেতন থেকে ২ আশ্বিন ১৩৪৪ [শনিবার 18 Sep 1937] তারিখে পত্রাকারে লিখিত বিশ্বপরিচয় গ্রন্থের ভূমিকায় সত্যেন্দ্রনাথ বসুকে রবীন্দ্রনাথ লিখেছেন : "আমি বিজ্ঞানের সাধক নই সে কথা বলা বাহুল্য৷ কিন্তু বালককাল থেকে বিজ্ঞানের রস আস্বাদনে আমার লোভের অন্ত ছিল না৷… পিতৃদেবের সঙ্গে গিয়েছিলুম ড্যালহৌসি পাহাড়ে৷… তিনি আমাকে নক্ষত্র চিনিয়ে দিতেন, গ্রহ চিনিয়ে দিতেন৷ শুধু চিনিয়ে দেওয়া নয়, সূর্য থেকে তাদের কক্ষচক্রের দূরত্বমাত্রা, প্রদক্ষিণের সময় এবং অন্যান্য বিবরণ আমাকে শুনিয়ে যেতেন৷… জ্যোতির্বিজ্ঞানের সহজ বই পড়তে লেগে গেলুম৷… স্যার রবর্ট বল-এর বড়ো বইটা আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে৷ এই আনন্দের অনুসরণ করবার আকাঙ্ক্ষায় নিউকোম্ব্‌স, ফ্লামরিয়ঁ প্রভৃতি অনেক লেখকের অনেক বই পড়ে গেছি— গলাধঃকরণ করেছি শাঁসসুদ্ধ, বীজসুদ্ধ৷" জ্যোতির্বিজ্ঞান বিষয়ক রবীন্দ্রনাথ লিখিত একমাত্র গ্রন্থ বিশ্বপরিচয়-এর আত্মপ্রকাশকাল 1937 (১৩৪৪) খ্রিস্টাব্দকে মাইলস্টোন হিসাবে চিহ্নিত করলে আলোচ্য বিষয়টিকে দুটি বৃত্তে ভাগ করা যেতে পারে৷ একটি প্রস্তুতিপর্ব এবং অপরটি প্রকাশনাপর্ব৷ প্রস্তুতিপর্বে আলোচ্য গ্রন্থ প্রসঙ্গে উক্ত ভূমিকা অংশে সত্যেন্দ্রনাথকে রবীন্দ্রনাথ আরও লিখেছেন : "শ্রীমান প্রমথনাথ সেনগুপ্ত এম.এসসি. তোমারই ভূতপূর্ব ছাত্র৷ তিনি শান্তিনিকেতন বিদ্যালয়ে বিজ্ঞান-অধ্যাপক৷ বইখানি লেখবার ভার প্রথমে তাঁর উপরেই দিয়েছিলেম৷ ক্রমশ সরে সরে ভারটা অনেকটা আমার উপরেই এসে পড়ল৷ তিনি না শুরু করলে আমি সমাধা করতে পারতুম না৷ তা ছাড়া অনভ্যস্ত পথে শেষ পর্যন্ত অব্যবসায়ীর সাহসে কুলোত না৷ তাঁর কাছ থেকে ভরসাও পেয়েছি, সাহায্যও পেয়েছি৷" প্রমথনাথের শান্তিনিকেতনে প্রথম আগমন প্রসঙ্গে কোনো নির্দিষ্ট তথ্য Visva-Bharati News বা অন্য কোথাও সম্ভবত প্রকাশিত হয়নি৷ আনন্দরূপম্ শীর্ষক প্রমথনাথের স্মৃতিগ্রন্থ থেকে জানা যায়, 1933 খ্রিস্টাব্দে তিনি সত্যেন্দ্রনাথ বসুর অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় নিযুক্ত হন৷ নির্দিষ্ট খ্রিস্টাব্দের উল্লেখ ছাড়াই উক্ত গ্রন্থে (পৃ.১৭) প্রমথনাথ লিখেছেন : "১৪ জুলাই শান্তিনিকেতনে পৌঁছোলাম, ১৫ জুলাই কাজে যোগ দিতে হবে৷ জীবনের একটা স্মরণীয় দিন বলে তারিখটা এখনও মনে আছে৷" প্রসঙ্গত উল্লেখ্য, Visva-Bharati News, December 1937 সংখ্যায় প্রকাশিত সংবাদ থেকে তাঁর আগমনের আনুমানিক সময়কাল নির্ণয় করা সম্ভব৷ রবীন্দ্রভবনের ‘Ms.F. বিশ্বপরিচয়’ পাণ্ডুলিপির 1...

Read the Digital Edition of Udbodhan online!

Subscribe Now to continue reading

₹100/year

Start Digital Subscription

Already Subscribed? Sign in