পুরীর জগন্নাথ-মন্দির শুধু একটি ধর্মীয় তীর্থস্থান নয়—এটি এক অনন্ত বিশ্বাস,
পুরীর জগন্নাথ-মন্দির শুধু একটি ধর্মীয় তীর্থস্থান নয়—এটি এক অনন্ত বিশ্বাস, আধ্যাত্মিক অনুভূতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাচীন উপাখ্যান। নীলাচলবাসী কেবল পুরীতে অবস্থানকারী এক দেবতা নন; তিনি সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়নিবাসী এক জীবন্ত অনুভব। কাঠের মূর্তিতে মূর্ত হয়েও তিনি প্রাণের নব-স্পন্দন। শ্রীক্ষেত্র আসলে এক আধ্যাত্মিক মহাকাব্য—যার প্রতিটি ইট-পাথর যেন এক-একটি শ্লোক, প্রতিটি অলিন্দ যেন এক-একটি অধ্যায়। শুধু মূল মন্দির নয়, গোটা মন্দির-প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে আছে বহু উপমন্দির, লীলাস্থল, পূজাবেদি ও অলৌকিক ঘটনার স্মৃতিচিহ্ন। এই পরিসরে আমরা সেইসব মন্দির ও স্থানের পরিচয় সন্ধান করব, যাতে জগন্নাথধামে প্রবেশ করে শুধু চোখে নয়, হৃদয়ে অনুভব করতে পারি সেই চিরন্তন সত্তাকে। জগন্নাথের বাড়ি দীর্ঘকাল ধরে অগণিত মানুষ দারুব্রহ্মকে চাক্ষুষ করার বাসনায় উপনীত হয়েছে চারধামের অন্যতম শ্রীক্ষেত্রের শ্রীমন্দিরের পবিত্র প্রাঙ্গণে। এই ক্ষেত্রের গড়ন অনেকটা ডানহাতি শঙ্খের মতো, যার কেন্দ্রের নীলপর্বতে রয়েছেন জগন্নাথ। প্রায় দশ একরের সুবিশাল এই মন্দির- চত্বরটিকে দুর্গের মতো রক্ষা করছে দুটি প্রাচীর। বাইরে মেঘনাদ প্রাচীর, ওড়িয়া ভাষায় ‘মেঘনাদ পাচেরি’ (৬৬৫ ফুট × ৬৪০ ফুট) এবং ভিতরে কূর্ম বেড় (৪২০ ফুট × ৩১৫ ফুট)। প্রাচীর-দুটির উচ্চতা স্থানভেদে ২০ থেকে ২৪ ফুট। ১৪৪৮ খ্রিস্টাব্দে মেঘনাদ প্রাচীর রাজা কপিলেন্দ্রদেবের আমলে তৈরি, পরবর্তী সময়ে ১৪৭০ খ্রিস্টাব্দে গজপতি পুরুষোত্তমদেব তৈরি করান কূর্ম বেড়।১ ল্যাটেরাইট পাথরে দুর্গের নকশায় নির্মিত মেঘনাদ প্রাচীরটির ভিতরের আয়তন প্রায় দশ একর। অনেক পাণ্ডা বলে থাকেন, একবার নাকি জগন্নাথদেব ক্ষোভ প্রকাশ করেন যে, তাঁর বাম কানে দেবী লক্ষ্মীর চিৎকার আর ডান কানে দেবীর পিতা সমুদ্রের অনবরত গর্জন তাঁকে বিরক্ত করছে! তখন ক্ষুব্ধ দেবীর আদেশানুসারে সমুদ্রের শব্দকে রুখতে বিশ্বকর্মা এই মেঘনাদ প্রাচীর তৈরি করেন। যদিও লক্ষ্মীপুরাণ-মতে এই প্রাচীর জগন্নাথদেব স্বয়ং নির্মাণ করান। তবে এটা সত্যি যে, এই প্রাচীরের ভিতরে সমুদ্রের শব্দ শোনা যায় না। প্রতিটা প্রাচীরে রয়েছে চারটি করে প্রবেশদ্বার। আকর্ষণীয় বিষয়, মেঘনাদ প্রাচীরের প্রতিটি দ্বারে প্রতিটি ধূপসেবার পরে সেবায়েতগণ এসে পুষ্পাঞ্জলি প্রদান করেন। চার দুয়ারের...
Read the Digital Edition of Udbodhan online!
Subscribe Now to continue reading
₹100/year
Start Digital SubscriptionAlready Subscribed? Sign in
